নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের দুবাইয়ে আটক হওয়ার কোনো তথ্য নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের তথ্য এখনো নেই। এ ধরনের খবরও পাইনি। তবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ ইস্যু হয়েছে।’
চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘ইন্টারপোল ও আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা তথ্য দিয়েছি বলেই তো ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি হয়েছে। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি।’
আরাভ যেহেতু ভারতীয় নাগরিক তাঁকে ফিরিয়ে আনার কার্যক্রম কতটা সহজ হবে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। এরপরই এ বিষয়ে বলতে পারব।’
সম্প্রতি বনানী ক্লাব থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মীকে আটক করে পুলিশ। এরপর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডও চাওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হওয়া কিছু নেতা-কর্মীকে ওয়ারেন্টে ছাড়াই আটক করেছে পুলিশ।
এটা কতটা আইনসিদ্ধ—এমন প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেপ্তার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ।’
আরও খবর পড়ুন:
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের দুবাইয়ে আটক হওয়ার কোনো তথ্য নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের তথ্য এখনো নেই। এ ধরনের খবরও পাইনি। তবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ ইস্যু হয়েছে।’
চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘ইন্টারপোল ও আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা তথ্য দিয়েছি বলেই তো ইন্টারপোল থেকে রেড নোটিশ জারি হয়েছে। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি।’
আরাভ যেহেতু ভারতীয় নাগরিক তাঁকে ফিরিয়ে আনার কার্যক্রম কতটা সহজ হবে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। এরপরই এ বিষয়ে বলতে পারব।’
সম্প্রতি বনানী ক্লাব থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মীকে আটক করে পুলিশ। এরপর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডও চাওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পারিবারিক অনুষ্ঠানে একত্রিত হওয়া কিছু নেতা-কর্মীকে ওয়ারেন্টে ছাড়াই আটক করেছে পুলিশ।
এটা কতটা আইনসিদ্ধ—এমন প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ওয়ারেন্ট ছাড়া কি কাউকে গ্রেপ্তার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করছে পুলিশ।’
আরও খবর পড়ুন:
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৫ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৫ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৭ ঘণ্টা আগে