নারায়ণগঞ্জ প্রতিনিধি
গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল আমরা নির্বাচন বর্জন করেছি। নির্বাচন শেষে থেমে যাইনি। আমাদের আন্দোলনে কৌশলগত ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্দোলন থেমে নেই। শ্রীলঙ্কা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শ্রীলঙ্কার রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়েছে, তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, দেশে কার্যত প্রতিবেশী দেশ ভারতের তাঁবেদারি সরকার চলছে। যারা মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, মামলা দিয়ে কোণঠাসা করে নিজেদের রাজত্ব চালাচ্ছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে আবারও ক্ষমতায় এসেছে। অনেকের মতে ফাইভ পার্সেন্টের সরকার। অর্থাৎ ৯৫ ভাগ মানুষ তাদের বয়কট করেছে।
তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে নূর বলেন, ‘২০১৮ সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। নিরাপদ সড়কের দাবিতে কিশোর বিদ্রোহ হয়েছে, কিন্তু এরপরেও মেধাবী তরুণেরা রাজনীতি বিমুখ। কারণ, দেশের ৮২ শতাংশ উচ্চ শিক্ষিত তরুণ এই দেশে নিরাপদ বোধ করে না। দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে ইয়াবা বদি, বিচ্ছু শামসু, আন্ডা রফিক। এই মাফিয়াদের হাত থেকে মুক্তি পেতে হলে সাধারণ জনগণ এবং ছাত্রদের এগিয়ে আসতে হবে।’
গণঅধিকার পরিষদের (একাংশ) এ নেতা বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার করছি, কিন্তু এই সময়ে এসে এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হচ্ছে। নাগরিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আমাদের বাকস্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে। বক্তব্য দিলে, লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। স্বাধীনতা অর্জিত হলেও অর্থনৈতিক, সামাজিক ন্যায়বিচার ও মতামত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে পারিনি।’
জেলা গণঅধিকারের সভাপতি প্রকৌশলী নাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নাসিক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, গণঅধিকারের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন প্রমুখ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল আমরা নির্বাচন বর্জন করেছি। নির্বাচন শেষে থেমে যাইনি। আমাদের আন্দোলনে কৌশলগত ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্দোলন থেমে নেই। শ্রীলঙ্কা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শ্রীলঙ্কার রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়েছে, তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে।’
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, দেশে কার্যত প্রতিবেশী দেশ ভারতের তাঁবেদারি সরকার চলছে। যারা মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, মামলা দিয়ে কোণঠাসা করে নিজেদের রাজত্ব চালাচ্ছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে আবারও ক্ষমতায় এসেছে। অনেকের মতে ফাইভ পার্সেন্টের সরকার। অর্থাৎ ৯৫ ভাগ মানুষ তাদের বয়কট করেছে।
তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে নূর বলেন, ‘২০১৮ সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। নিরাপদ সড়কের দাবিতে কিশোর বিদ্রোহ হয়েছে, কিন্তু এরপরেও মেধাবী তরুণেরা রাজনীতি বিমুখ। কারণ, দেশের ৮২ শতাংশ উচ্চ শিক্ষিত তরুণ এই দেশে নিরাপদ বোধ করে না। দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে ইয়াবা বদি, বিচ্ছু শামসু, আন্ডা রফিক। এই মাফিয়াদের হাত থেকে মুক্তি পেতে হলে সাধারণ জনগণ এবং ছাত্রদের এগিয়ে আসতে হবে।’
গণঅধিকার পরিষদের (একাংশ) এ নেতা বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার করছি, কিন্তু এই সময়ে এসে এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হচ্ছে। নাগরিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আমাদের বাকস্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে। বক্তব্য দিলে, লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। স্বাধীনতা অর্জিত হলেও অর্থনৈতিক, সামাজিক ন্যায়বিচার ও মতামত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে পারিনি।’
জেলা গণঅধিকারের সভাপতি প্রকৌশলী নাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নাসিক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, গণঅধিকারের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন প্রমুখ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৪২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে