গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে এক শিশুকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া এক শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের স্বজনেরা আজ রোববার সকালে শ্রীপুর থানায় পৃথক দুটি মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর ধর্ষণচেষ্টার শিকার মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়াশোনা করে।
ধর্ষণের মামলায় অভিযুক্ত মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বাসিন্দা। তিনি থাকেন শ্রীপুরের বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেকে। ধর্ষণচেষ্টার মামলার আসামি করা হয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের আব্দুল মালেককে (২২)। তিনি মাওনা উত্তরপাড়ায় থেকে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, ‘মাদকাসক্ত যুবক আরমান আমার শিশুকন্যাকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েকে দুপুরের পর থেকে খোঁজাখুঁজি করে পাইনি। সন্ধ্যার দিকে স্থানীয়রা কান্নার শব্দ পেয়ে গভীর জঙ্গল থেকে তাকে উদ্ধার করে। আমি মামলা করেছি। এখন ন্যায়বিচারের অপেক্ষায়।’
ধর্ষণচেষ্টার শিকার মাদ্রাসাছাত্রীর বাবা বলেন, ‘এক সপ্তাহ ধরে মাদ্রাসায় যাচ্ছে না আমার মেয়ে। কারণ জানতে চাইলে সে জানায়, শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করছে। এরপর শনিবার রাতে স্থানীয়রা ওই শিক্ষককে ধরে গণপিটুনি দেয়।’
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। আর শিশু ধর্ষণচেষ্টায় বাবা মামলা করেছেন। দুটি মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দুটি শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে এক শিশুকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া এক শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের স্বজনেরা আজ রোববার সকালে শ্রীপুর থানায় পৃথক দুটি মামলা করেন। থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর ধর্ষণচেষ্টার শিকার মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়াশোনা করে।
ধর্ষণের মামলায় অভিযুক্ত মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বাসিন্দা। তিনি থাকেন শ্রীপুরের বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেকে। ধর্ষণচেষ্টার মামলার আসামি করা হয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের আব্দুল মালেককে (২২)। তিনি মাওনা উত্তরপাড়ায় থেকে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, ‘মাদকাসক্ত যুবক আরমান আমার শিশুকন্যাকে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েকে দুপুরের পর থেকে খোঁজাখুঁজি করে পাইনি। সন্ধ্যার দিকে স্থানীয়রা কান্নার শব্দ পেয়ে গভীর জঙ্গল থেকে তাকে উদ্ধার করে। আমি মামলা করেছি। এখন ন্যায়বিচারের অপেক্ষায়।’
ধর্ষণচেষ্টার শিকার মাদ্রাসাছাত্রীর বাবা বলেন, ‘এক সপ্তাহ ধরে মাদ্রাসায় যাচ্ছে না আমার মেয়ে। কারণ জানতে চাইলে সে জানায়, শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করছে। এরপর শনিবার রাতে স্থানীয়রা ওই শিক্ষককে ধরে গণপিটুনি দেয়।’
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। আর শিশু ধর্ষণচেষ্টায় বাবা মামলা করেছেন। দুটি মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দুটি শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
১০ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
১১ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে