Ajker Patrika

মির্জাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
তারিফ। ছবি: সংগৃহীত
তারিফ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে রাতভর প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে আলাপের পর সকালে পাওয়া গেল তারিফ (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ। বাড়ির পাশে জামগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে) উপজেলা সদরের বাইমহাটি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তারিফ (২০) বাইমহাটি গ্রামের সোলাইমান মোল্লা ওরফে আন্ডু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান তারিফ। মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে রাতভর কথা বলেন। মেয়েটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই মেয়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে অভিমান করে রাতের কোনো একসময় সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

মির্জাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বাইমহাটি এলাকার একটি গাছ থেকে যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত