Ajker Patrika

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৭
শ্রমিকদের সড়ক অবরোধ।  ছবি: আজকের পত্রিকা
শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় বকেয়া পাওনার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে রাত সাড়ে ৯টা থেকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছে এ সড়ক ব্যবহারকারীরা।

জিএমপির গাছা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আশজাদ বলেন, বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকেরা আজ রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এ কারণে রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাঁরা সড়ক থেকে সরে গেলেই যান চলাচল শুরু হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকার সেলফ ইনোভেটিভ ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানায় প্রায় ১৫০ শ্রমিক কাজ করেন। কারখানাটি সাব-কন্ট্রাকে তৈরি পোশাক প্রস্তুতের কাজ করে থাকে। কারখানার শ্রমিকদের সার্ভিস বোনাসসহ আরও কিছু বকেয়া পাওনা রয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

শ্রমিকদের সড়ক অবরোধ।  ছবি: আজকের পত্রিকা
শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম আরও জানান, ফ্যাক্টরির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনাদি পরিশোধসংক্রান্ত বিষয় নিয়ে আজ রোববার গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকেরা রাত সোয়া ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত