টাঙ্গাইল প্রতিনিধি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভালো। আমরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর থাকা লাগে, থাকবে। কিন্তু পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’
আজ বুধবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকসভায় তিনি এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের নেতা এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ওরফে কায়সার চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর (আজাদ সিদ্দিকী) প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো গোষ্ঠীর নয়, দলের নয়, পরিবারের নয়, বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের। নির্যাতিত মানবতার নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যাতে সবার হয়, সার্বিক হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয়। আমাদের এতে ব্যর্থতা আছে, আওয়ামী লীগের ব্যর্থতা আছে। আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘নেত্রীর (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা হয়েছে, তিনি নানা সমস্যার মধ্যে রয়েছেন। তাঁর সঙ্গে চারদিকে যারা থাকে, তাদের চাইলেই লাথি দিয়ে ফেলে দিতে পারেন না।’
প্রধান অতিথি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর হত্যার প্রধান সহায়তাকারী ছিলেন জিয়াউর রহমান। যদি সেনাদের জিয়াউর রহমান আশ্রয় না দিতেন, তাহলে এই সাহস পেত না।
বিএনপির উদ্দেশে লতিফ সিদ্দিকী বলেন, ‘আপনাদের কিছু হলেই সিঙ্গাপুর যান, যদি মানুষের জন্য কিছু করতেন তাহলে সিঙ্গাপুর যেতেন না, দেশেই চিকিৎসা করাতেন। আপনাদের সেই ’৫৪ সালে উৎখাত করেছি আর এখন আপনারা করতে চান। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের নেতাকে মাফ করেছিল।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভালো। আমরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর থাকা লাগে, থাকবে। কিন্তু পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’
আজ বুধবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকসভায় তিনি এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের নেতা এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ওরফে কায়সার চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর (আজাদ সিদ্দিকী) প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো গোষ্ঠীর নয়, দলের নয়, পরিবারের নয়, বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের। নির্যাতিত মানবতার নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যাতে সবার হয়, সার্বিক হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয়। আমাদের এতে ব্যর্থতা আছে, আওয়ামী লীগের ব্যর্থতা আছে। আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘নেত্রীর (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা হয়েছে, তিনি নানা সমস্যার মধ্যে রয়েছেন। তাঁর সঙ্গে চারদিকে যারা থাকে, তাদের চাইলেই লাথি দিয়ে ফেলে দিতে পারেন না।’
প্রধান অতিথি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর হত্যার প্রধান সহায়তাকারী ছিলেন জিয়াউর রহমান। যদি সেনাদের জিয়াউর রহমান আশ্রয় না দিতেন, তাহলে এই সাহস পেত না।
বিএনপির উদ্দেশে লতিফ সিদ্দিকী বলেন, ‘আপনাদের কিছু হলেই সিঙ্গাপুর যান, যদি মানুষের জন্য কিছু করতেন তাহলে সিঙ্গাপুর যেতেন না, দেশেই চিকিৎসা করাতেন। আপনাদের সেই ’৫৪ সালে উৎখাত করেছি আর এখন আপনারা করতে চান। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের নেতাকে মাফ করেছিল।’
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
৩ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
১০ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
৩০ মিনিট আগে