উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বাসচাপায় মিনারা আক্তার (৫৫) ও মনি (৩৬) নামের দুই পথচারী নারী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানার উত্তরা ১ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দের পাশাপাশি বাসের চালক শাহিনকে (৩৪) আটক করেছে পুলিশ। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মিনারা আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় মনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে মনি শেরপুরের ত্রিশাল উপজেলার বাগহাটা গ্রামের মৃত বাদশার স্ত্রী এবং মিনারা আক্তার রাজধানীর দক্ষিণখানের বিধুরবাড়ির মৃত আ. হাকিমের স্ত্রী।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় ঢাকা থেকে থেকে ছেড়ে যাওয়া আব্দুল্লাহপুরগামী একটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী মৃত্যুবরণ করেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান।’
পরিদর্শক (তদন্ত) আসলাম আরও বলেন, এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি জব্দের পাশাপাশি বাসচালক শাহীনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজধানীর উত্তরায় বাসচাপায় মিনারা আক্তার (৫৫) ও মনি (৩৬) নামের দুই পথচারী নারী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানার উত্তরা ১ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দের পাশাপাশি বাসের চালক শাহিনকে (৩৪) আটক করেছে পুলিশ। বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মিনারা আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় মনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে মনি শেরপুরের ত্রিশাল উপজেলার বাগহাটা গ্রামের মৃত বাদশার স্ত্রী এবং মিনারা আক্তার রাজধানীর দক্ষিণখানের বিধুরবাড়ির মৃত আ. হাকিমের স্ত্রী।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় ঢাকা থেকে থেকে ছেড়ে যাওয়া আব্দুল্লাহপুরগামী একটি বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী মৃত্যুবরণ করেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান।’
পরিদর্শক (তদন্ত) আসলাম আরও বলেন, এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি জব্দের পাশাপাশি বাসচালক শাহীনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে আজ মঙ্গলবার সকালে দুই শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব এ কথা নিশ্চিত করেন।
২৫ মিনিট আগেকিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন শেষ পর্যন্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে থেমে গেছে। ফলে ২২ বছর পর আয়োজিত এই সম্মেলনে করা যায়নি কোনো কমিটি। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, হুংকার ও উত্তেজনায় অস্থির হয়ে ওঠে পরিবেশ। সম্মেলনের প্রথম অধিবেশন কোনোরকমে শেষ হলেও দ্বিতীয় অধিবেশন স্থগিত
৩০ মিনিট আগেমেহেরপুরের গাংনী সীমান্তে ৩৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ পিলার গণকবরের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
৩৫ মিনিট আগেখুলনায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে নগরীর হরিণটানা থানার শিকদার মার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে