ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বাস মহাসড়কের পাশের রেললাইনের ওপর উঠে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মহাসড়কের কামাক্খা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের ওপর গিয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া রেললাইনে ওঠা বাসটি সরানো হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বাস মহাসড়কের পাশের রেললাইনের ওপর উঠে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্খা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মহাসড়কের কামাক্খা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনের ওপর গিয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বাসটি রেললাইন থেকে অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া রেললাইনে ওঠা বাসটি সরানো হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৬ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৯ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৮ মিনিট আগে