Ajker Patrika

ধানমন্ডিতে মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধানমন্ডিতে মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ধানমন্ডি এলাকার বিক্ষুব্ধ নগরবাসী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কুশপুত্তলিকা দাহ করেছে। আজ শনিবার রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এক মানববন্ধনে এই কুশপুত্তলিকা দাহ করা হয়। 

মানববন্ধনে বক্তারা মেয়র তাপসের কঠোর সমালোচনা করে বলেন, প্রতিদিনই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। অথচ বর্তমান নগর পিতা পরিবার নিয়ে প্রমোদ ভ্রমণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ডেঙ্গুতে অতিষ্ঠ নগরবাসী মৃত্যুঝুঁকিতে আছে, আর মেয়র আছেন বিদেশে ফুর্তিতে। ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে মেয়রের পদত্যাগও দাবি করেন বিক্ষুব্ধ নাগরিকেরা।

রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় আজ শনিবার অনুষ্ঠিত মানববন্ধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের কুশপুত্তলিকা দাহ করা হয়মানববন্ধনে পুরান ঢাকার নাগরিক উদ্যোগের সভাপতি মোহাম্মদ নাজিম, বিডি টুরিস্ট সাইক্লিংয়ের সমন্বয়ক আশিক উদ্দীন সৈনিক, মানব অধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন, বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের সহকারী সমন্বয়ক রানা রহমান বক্তব্য রাখেন। 

এর আগে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবেও পুরান ঢাকাবাসীর ব্যানারে তাপসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত