প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল): দেশের বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। পুরোপুরি বর্ষা মৌসুম আসতে যদিও অনেক দেরি। তবু গ্রীষ্মের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে মানুষ। টাঙ্গাইলের মধুপুরও এর বাইরে নয়। আর বৃষ্টির সঙ্গে রয়েছে ব্যাঙের যোগ। প্রকৃতির নিয়মেই এটি তাদের প্রজনন মৌসুম। মুশকিল হচ্ছে বৃষ্টির সুবাস পেয়ে প্রজননের চাহিদায় প্রকাশ্যে এসেই মারা পড়ছে অসংখ্য ব্যাঙ। স্থানীয় মানুষের খাদ্যতালিকায় ব্যাং থাকায় টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলের বাইদগুলোতে (নিচু এলাকায়) এ ঘটনা ঘটছে।
মধুপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত শতাধিক পুকুর, অর্ধডজন খাল ও বাইদ রয়েছে। এই জলাশয়গুলোতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙের আনাগোনা বাড়ে। এটা তাদের প্রজনন মৌসুম। বর্ষায় তারা ডিম ছাড়বে প্রজাতি রক্ষার স্বার্থে। প্রজননের প্রয়োজনে বর্ষা মৌসুমে তারা ডাঙায় চলে আসে। এই সুযোগে কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকারে নামে।
পীরগাছা রাবার বাগান এলাকাসহ তার আশপাশের নামা এলাকায় ঘ্যাঙড় ঘ্যাঙ ডাক শুনেই ব্যাঙ ধরার জন্য ছুটে চলে শিকারিরা। সমস্যা হচ্ছে তারা শিকারের নিয়মটিও মানছেন না। সচেতনতার অভাবেই প্রজনন মৌসুমে ব্যাঙের প্রাচুর্য দেখে তারা যেনতেনভাবে শিকার করছেন। শুধু দুটি পা সংগ্রহ করে বাকি অংশ ফেলে দিচ্ছেন তারা।
ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দা এনামুল হক বলেন, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই নিম্নাঞ্চলগুলোতে ব্যাঙের ডাকে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। আর কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকার করছে। তারা ব্যাঙগুলো শিকারের পর শুধু দুটি পা রেখে বাকি শরীর ফেলে দিচ্ছে।
মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ব্যাঙ একটি উপকারী প্রাণি। অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে তারা ফসলের উপকার করে। এভাবে নির্বিচারে ব্যাঙ নিধন ঠিক নয়। এক্ষেত্রে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি।
মধুপুর (টাঙ্গাইল): দেশের বিভিন্ন অঞ্চলে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। পুরোপুরি বর্ষা মৌসুম আসতে যদিও অনেক দেরি। তবু গ্রীষ্মের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে মানুষ। টাঙ্গাইলের মধুপুরও এর বাইরে নয়। আর বৃষ্টির সঙ্গে রয়েছে ব্যাঙের যোগ। প্রকৃতির নিয়মেই এটি তাদের প্রজনন মৌসুম। মুশকিল হচ্ছে বৃষ্টির সুবাস পেয়ে প্রজননের চাহিদায় প্রকাশ্যে এসেই মারা পড়ছে অসংখ্য ব্যাঙ। স্থানীয় মানুষের খাদ্যতালিকায় ব্যাং থাকায় টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলের বাইদগুলোতে (নিচু এলাকায়) এ ঘটনা ঘটছে।
মধুপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত শতাধিক পুকুর, অর্ধডজন খাল ও বাইদ রয়েছে। এই জলাশয়গুলোতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙের আনাগোনা বাড়ে। এটা তাদের প্রজনন মৌসুম। বর্ষায় তারা ডিম ছাড়বে প্রজাতি রক্ষার স্বার্থে। প্রজননের প্রয়োজনে বর্ষা মৌসুমে তারা ডাঙায় চলে আসে। এই সুযোগে কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকারে নামে।
পীরগাছা রাবার বাগান এলাকাসহ তার আশপাশের নামা এলাকায় ঘ্যাঙড় ঘ্যাঙ ডাক শুনেই ব্যাঙ ধরার জন্য ছুটে চলে শিকারিরা। সমস্যা হচ্ছে তারা শিকারের নিয়মটিও মানছেন না। সচেতনতার অভাবেই প্রজনন মৌসুমে ব্যাঙের প্রাচুর্য দেখে তারা যেনতেনভাবে শিকার করছেন। শুধু দুটি পা সংগ্রহ করে বাকি অংশ ফেলে দিচ্ছেন তারা।
ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দা এনামুল হক বলেন, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই নিম্নাঞ্চলগুলোতে ব্যাঙের ডাকে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। আর কিছু লোক রাতের আঁধারে ব্যাঙ শিকার করছে। তারা ব্যাঙগুলো শিকারের পর শুধু দুটি পা রেখে বাকি শরীর ফেলে দিচ্ছে।
মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ব্যাঙ একটি উপকারী প্রাণি। অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে তারা ফসলের উপকার করে। এভাবে নির্বিচারে ব্যাঙ নিধন ঠিক নয়। এক্ষেত্রে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে