Ajker Patrika

সিএনজিতে ওঠা নিয়ে বাগ্‌বিতণ্ডা: যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২১: ৩৪
সিএনজিতে ওঠা নিয়ে বাগ্‌বিতণ্ডা: যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজরুল ইসলাম ভূঁইয়া (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করে সিএনজি স্ট্যান্ডের কয়েকজন। এরপর হাসপাতালে নিলে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকার এ ঘটনা ঘটে। 

নিহত যুবক উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুবেদ আলীর ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগের সহসম্পাদক। 

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে নজরুল ইসলাম উপজেলার মাঝেরচর এলাকা থেকে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া যাওয়া জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। এ সময় স্ট্যান্ডে থাকা অপর অটোরিকশাচালক তাঁকে নামিয়ে লাইনে থাকা অন্য অটোরিকশা দিয়ে যেতে বলেন। এ নিয়ে চালক ও স্ট্যান্ডের লোকজনদের সঙ্গে নজরুল ইসলাম বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

একপর্যায়ে স্ট্যান্ডের লোকজন তাঁকে মারধর ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। 

তালতলা পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত