Ajker Patrika

শ্রীপুরে বহুতল ভবন থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

শ্রীপুরে বহুতল ভবন থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাশিদা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর স্বামীর স্বজনদের দাবি পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। অপরদিকে গৃহবধূর মায়ের দাবি তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের হাসেম মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ রাশিদা আক্তার জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় পশ্চিম নামাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। নিহতের স্বামী মো. জয় (২২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে মো. রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটর মেকানিক।

মৃত গৃহবধূর শাশুড়ি কাজল আক্তার বলেন, ‘দেড় বছর আগে প্রেম করে আমার ছেলে বিয়ে করেছে। বিয়ের পর থেকে সে বউ নিয়ে আলাদা বাসায় থাকে। আজও সামান্য ঝগড়া হয়েছে, এ রকম ঝগড়া প্রায় সময় হয়। এরপর বিকেলের পর থেকে সে ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ করে দেয়। এ রকম প্রায় দিন করে বলে তেমন গুরুত্ব দেয়নি। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে ডাকাডাকি করে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে, ঘরের দরজা ভেঙে আমার পুত্রবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

গৃহবধূর মা ইনুরা বেগম বলেন, ‘বিয়ের পর কয়েক মাস যেতেই আমার মেয়েকে ওঁরা প্রতিনিয়ত মারধর করে। মারধরের বিষয়টি আমাদের প্রায় সময় ফোন করে মেয়ে জানাতো। নিশ্চয়ই আজ ওঁরা আমার মেয়েকে সুপরিকল্পিতভাবে হত্যা করে, আত্মহত্যার নাটক সাজিয়েছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গলার নিচে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছেন কিনা জানতে চাইলে এসআই বলেন, না মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়নি। মেয়ের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত