গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাশিদা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর স্বামীর স্বজনদের দাবি পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। অপরদিকে গৃহবধূর মায়ের দাবি তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের হাসেম মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ রাশিদা আক্তার জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় পশ্চিম নামাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। নিহতের স্বামী মো. জয় (২২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে মো. রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটর মেকানিক।
মৃত গৃহবধূর শাশুড়ি কাজল আক্তার বলেন, ‘দেড় বছর আগে প্রেম করে আমার ছেলে বিয়ে করেছে। বিয়ের পর থেকে সে বউ নিয়ে আলাদা বাসায় থাকে। আজও সামান্য ঝগড়া হয়েছে, এ রকম ঝগড়া প্রায় সময় হয়। এরপর বিকেলের পর থেকে সে ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ করে দেয়। এ রকম প্রায় দিন করে বলে তেমন গুরুত্ব দেয়নি। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে ডাকাডাকি করে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে, ঘরের দরজা ভেঙে আমার পুত্রবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’
গৃহবধূর মা ইনুরা বেগম বলেন, ‘বিয়ের পর কয়েক মাস যেতেই আমার মেয়েকে ওঁরা প্রতিনিয়ত মারধর করে। মারধরের বিষয়টি আমাদের প্রায় সময় ফোন করে মেয়ে জানাতো। নিশ্চয়ই আজ ওঁরা আমার মেয়েকে সুপরিকল্পিতভাবে হত্যা করে, আত্মহত্যার নাটক সাজিয়েছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গলার নিচে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছেন কিনা জানতে চাইলে এসআই বলেন, না মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়নি। মেয়ের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাশিদা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর স্বামীর স্বজনদের দাবি পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। অপরদিকে গৃহবধূর মায়ের দাবি তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের হাসেম মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ রাশিদা আক্তার জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় পশ্চিম নামাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। নিহতের স্বামী মো. জয় (২২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে মো. রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটর মেকানিক।
মৃত গৃহবধূর শাশুড়ি কাজল আক্তার বলেন, ‘দেড় বছর আগে প্রেম করে আমার ছেলে বিয়ে করেছে। বিয়ের পর থেকে সে বউ নিয়ে আলাদা বাসায় থাকে। আজও সামান্য ঝগড়া হয়েছে, এ রকম ঝগড়া প্রায় সময় হয়। এরপর বিকেলের পর থেকে সে ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ করে দেয়। এ রকম প্রায় দিন করে বলে তেমন গুরুত্ব দেয়নি। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে ডাকাডাকি করে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে, ঘরের দরজা ভেঙে আমার পুত্রবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’
গৃহবধূর মা ইনুরা বেগম বলেন, ‘বিয়ের পর কয়েক মাস যেতেই আমার মেয়েকে ওঁরা প্রতিনিয়ত মারধর করে। মারধরের বিষয়টি আমাদের প্রায় সময় ফোন করে মেয়ে জানাতো। নিশ্চয়ই আজ ওঁরা আমার মেয়েকে সুপরিকল্পিতভাবে হত্যা করে, আত্মহত্যার নাটক সাজিয়েছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গলার নিচে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছেন কিনা জানতে চাইলে এসআই বলেন, না মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়নি। মেয়ের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
২ মিনিট আগেএবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৬ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৬ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে