মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার, সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আজিম চৌকিদার (২৫), এমরাত সরদার (৪০), আক্কেল আলী সরদার (৪০), আবু বকর (৩০), রুবেল ফকির (২৬), এসহাক (১৬) ও রফিক ফকির (২৫)। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) তাহমিনা বেগম। এ জন্য আজ সোমবার তাহমিনা বেগমের সমর্থক কালকিনির আলিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের দিকে যাচ্ছিল।
এ সময় আবদুস সোবহান গোলাপের পক্ষের আলীনগর ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়। তা ছাড়া বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। তাতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় আলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। তবে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার, সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আজিম চৌকিদার (২৫), এমরাত সরদার (৪০), আক্কেল আলী সরদার (৪০), আবু বকর (৩০), রুবেল ফকির (২৬), এসহাক (১৬) ও রফিক ফকির (২৫)। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) তাহমিনা বেগম। এ জন্য আজ সোমবার তাহমিনা বেগমের সমর্থক কালকিনির আলিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের দিকে যাচ্ছিল।
এ সময় আবদুস সোবহান গোলাপের পক্ষের আলীনগর ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়। তা ছাড়া বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। তাতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয় আলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান ইউপি চেয়ারম্যান শাহিদ পারভেজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। তবে উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৩৯ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৮ ঘণ্টা আগে