Ajker Patrika

সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো সঙ্গে সংঘর্ষ নেই: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো সঙ্গে সংঘর্ষ নেই: মেয়র তাপস

রূপকল্প–২০৪১ এর আলোকে উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতেই সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কারও সঙ্গে সংঘর্ষ নেই। সকল সংস্থাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়ে তুলতে একসঙ্গে কাজ করা হবে। 

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা মহানগর সমন্বিত মহাপরিকল্পনা (২০২০-২০৫০) প্রকল্পের আওতায় আয়োজিত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালায় ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। 
 
তিনি বলেন, 'সকলের সঙ্গে সমন্বয় করে আমরা এগিয়ে যাবো। আমাদের সকলেরই অভীষ্ট লক্ষ্য হলো-জনকল্যাণমূলক কাজ করা, জনগণকে সেবা দেওয়া এবং ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তর করা।' 

তাপস বলেন, 'এরই মধ্যে বিভিন্ন সংস্থা বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, বিটিসিএলসহ অন্যান্য সংস্থা যে সকল পরিকল্পনা নিয়েছে, সেগুলোকে সমন্বয় করে এগিয়ে যেতে চাই। একটি উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণে সকলে সমন্বিতভাবে এগিয়ে যেতে চাই।' 

মেয়র আরও বলেন, 'আজকের আলোচনায় সুচিন্তিত প্রাথমিক মতামত এসেছে। ভবিষ্যতে প্রত্যেকটি সংস্থার সঙ্গে আলাদা আলাদাভাবে বসা হবে। পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয় নিয়ে সুচারুরূপে আলাপ করা হবে।' 

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাশিদুর রহমান, বিটিসিএল মহাপরিচালক ড. রফিকুল মতিয়া, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সৈয়দ নুরুল ইসলামসহ বিআইডব্লিউটিএ, বাংলাদশে রেলওয়ে, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত