Ajker Patrika

সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে স্বাস্থ্যের সেব্রিনা ফ্লোরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৮: ০৭
সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে স্বাস্থ্যের সেব্রিনা ফ্লোরা 

শারীরিক নানা জটিলতা দেখা দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল হক আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ওনার এমআরসিপি করা হয়েছিল। তারপর অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। তারপরও অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আমরা সবাই তাঁর জন্য দোয়া করি।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মাসের শেষের দিকে কিছুটা অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে সেটি বাড়তে থাকলে সম্প্রতি সিঙ্গাপুরে নেওয়া হয় তাঁকে।

এদিকে স্বাস্থ্যের এই ঊর্ধ্বতন কর্মকর্তার সুস্থতার জন্য আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেব্রিনা ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত