Ajker Patrika

বেলাবতে সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

প্রতিনিধি, বেলাব (নরসিংদী) 
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১: ৫৫
বেলাবতে সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

নরসিংদীর বেলাবর নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হোসেননগর কুড়েরপাড়া থেকে হোসেননগর পাইলট স্কুল পর্যন্ত রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। হোসেননগর কুড়েরপাড়া থেকে কান্দাপাড়া হয়ে হোসেননগর পাইলট স্কুল পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজর লোকের যাতায়াত। এ ছাড়া উপজেলার হোসেননগর পাইলট স্কুল, হোসেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করেন। 

স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় প্রতিদিনই রাস্তাটি দিয়ে যাতায়াতের সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে যায়। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েন গাড়ির চালক ও যাত্রীরা। এ ছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের গাফিলতির কারণে রাস্তাটি হচ্ছে না বলেও জানান এলাকাবাসী। এ সময় রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার লক্ষ্যে সরকারের কাছে জোর আবেদন জানান তাঁরা।

গরু ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘আমি গরু কেনার জন্য কান্দাপাড়ায় গিয়েছিলাম। কিন্তু রাস্তার যে অবস্থা, এ পথে এই এলাকার মানুষ চলে কীভাবে? রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করা যায় না। রাস্তায় কাদা। রাস্তাটি সংস্কার করলে এ এলাকার মানুষসহ আমরা সহজে চলাচল করতে পারতাম।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোসলেহ্ বলেন, ‘আমি চেষ্টা করতেছি রাস্তাটা করার জন্য।’

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন সেন্টুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘রাস্তাটি আমার পরিকল্পনায় রয়েছে। কোনো ধরনের বরাদ্দ না থাকার কারণে করতে পারতেছি না। তবে স্থানীয় ওয়ার্ড মেম্বারের সঙ্গে যোগাযোগ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’

বেলাব উপজেলার প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘আমি সড়কটির দুরবস্থার কথা শুনেছি। দ্রুত তদন্ত করে রাস্তাটি পর্যায়ক্রমে পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত