Ajker Patrika

শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, দাফনের পর ককটেল হামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মোল্লাকান্দিতে শ্রমিক লীগ কর্মীর লাশ দাফনের পর ককটেল বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা
মোল্লাকান্দিতে শ্রমিক লীগ কর্মীর লাশ দাফনের পর ককটেল বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিক লীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের পর কবরস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার সদর উপজেলার মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষ বাবু মাঝির নেতৃত্বে লোকজন সানা মাঝিকে কুপিয়ে হত্যা করেন। ওই দিন দিবাগত রাত ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত সানা মাঝি মধ্য মাকহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। আর প্রতিপক্ষ বাবু মাঝি একই গ্রামের শামসুল মাঝির ছেলে।

মোল্লাকান্দিতে শ্রমিক লীগ কর্মীর লাশ দাফনের পর ককটেল বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা
মোল্লাকান্দিতে শ্রমিক লীগ কর্মীর লাশ দাফনের পর ককটেল বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহত শ্রমিক লীগ কর্মীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুরে লাশ নেওয়া হয় মধ্য মাকহাটি গ্রামের বাড়িতে। বাদ জোহর জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

দাফন শেষে বেলা ৩টার দিকে কবরস্থান থেকে ফেরার পথে নিহত ব্যক্তির স্বজনদের ওপর প্রতিপক্ষ ককটেল ছুড়তে থাকে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত সানার ছোট ভাই আসাদ মাঝি দাবি করেন, সেখানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর আজকের পত্রিকাকে বলেন, স্বজনেরা লাশ দাফন শেষে কবরস্থান থেকে ফিরছিলেন। এ সময় তাঁদের পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কবরস্থানের অদূরে জমিতে ওই ককটেল বিস্ফোরণ করে প্রতিপক্ষ। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত