সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অপহরণের ঘটনায় ভুক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো. স্বাধীন মিয়া, ভাটিরচরের আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাজ্জাদ হোসেন এবং গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দাউদকান্দির ময়নামতি মীরপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া ও তাঁর বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন মিয়া গত রোববার বিকেলে মোটরসাইকেলে করে বালু ব্যবসার কাজে দড়িকান্দি এলাকায় যান। সেখানে চার থেকে পাঁচজন সশস্ত্র যুবক তাঁদের গতিরোধ করে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান এবং শারীরিক নির্যাতন করেন।
অপহরণকারীরা তাঁদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেন এবং পরিবারের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা দেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বাধীন মিয়া ও ফয়সাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে অন্য তিনজন—রাব্বানী, সাজ্জাদ ও রাশেদকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘অপহরণ করে দুই যুবককে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অপহরণের ঘটনায় ভুক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো. স্বাধীন মিয়া, ভাটিরচরের আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাজ্জাদ হোসেন এবং গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দাউদকান্দির ময়নামতি মীরপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া ও তাঁর বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন মিয়া গত রোববার বিকেলে মোটরসাইকেলে করে বালু ব্যবসার কাজে দড়িকান্দি এলাকায় যান। সেখানে চার থেকে পাঁচজন সশস্ত্র যুবক তাঁদের গতিরোধ করে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান এবং শারীরিক নির্যাতন করেন।
অপহরণকারীরা তাঁদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেন এবং পরিবারের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা দেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বাধীন মিয়া ও ফয়সাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে অন্য তিনজন—রাব্বানী, সাজ্জাদ ও রাশেদকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘অপহরণ করে দুই যুবককে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৭ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৬ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে