Ajker Patrika

শ্রীপুরে রাসায়নিক গুদাম থেকে অগ্নিদগ্ধ আরও এক মৃতদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭: ২২
শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড কারখানায় গতকাল রোববার বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড কারখানায় গতকাল রোববার বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার রাসায়নিক গুদাম থেকে আগুনে পোড়া আরও এক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

তিনি বলেন, ‘আজ সোমবার সকালে একজনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিনটি মরদেহই আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছে। তাই পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। আমরা পুরো কারখানা সার্চ করছি। ধারণা করছি, প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হতে পারে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, রোববার বেলা ১টার ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুনের ম্যাসেজ দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সব মিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণের হচ্ছিল।

শ্রীপুরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য গতকাল রোববার বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ড হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত