নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন।
হামলায় আহতরা হলেন–হাবিবুর, লিমন, রাসেল, আরিফ ও কবির মিয়াসহ দশজন। তাদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের (দোয়াত কলম মার্কা) সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁর নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ১০–১২ জন সমর্থক-কর্মী আহত হয়।
এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উসকানিমূলক কথার জেরে কেউ হয়তোবা ২–৩টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছে। এ ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। যা আমি পরে জেনেছি। এটাকে তারা বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের সমর্থক-কর্মীদের মধ্যে হাতাহাতি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-সৈয়দ জাবেদ হোসেন (কাপ-পিরিচ), শরীফুল হক (দোয়াত কলম) ও সারোয়ার মোল্লা (লাঙ্গল)।
নরসিংদীর পলাশ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন।
হামলায় আহতরা হলেন–হাবিবুর, লিমন, রাসেল, আরিফ ও কবির মিয়াসহ দশজন। তাদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের (দোয়াত কলম মার্কা) সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁর নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ১০–১২ জন সমর্থক-কর্মী আহত হয়।
এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উসকানিমূলক কথার জেরে কেউ হয়তোবা ২–৩টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছে। এ ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। যা আমি পরে জেনেছি। এটাকে তারা বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের সমর্থক-কর্মীদের মধ্যে হাতাহাতি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-সৈয়দ জাবেদ হোসেন (কাপ-পিরিচ), শরীফুল হক (দোয়াত কলম) ও সারোয়ার মোল্লা (লাঙ্গল)।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৫ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪১ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে