নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন।
হামলায় আহতরা হলেন–হাবিবুর, লিমন, রাসেল, আরিফ ও কবির মিয়াসহ দশজন। তাদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের (দোয়াত কলম মার্কা) সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁর নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ১০–১২ জন সমর্থক-কর্মী আহত হয়।
এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উসকানিমূলক কথার জেরে কেউ হয়তোবা ২–৩টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছে। এ ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। যা আমি পরে জেনেছি। এটাকে তারা বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের সমর্থক-কর্মীদের মধ্যে হাতাহাতি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-সৈয়দ জাবেদ হোসেন (কাপ-পিরিচ), শরীফুল হক (দোয়াত কলম) ও সারোয়ার মোল্লা (লাঙ্গল)।
নরসিংদীর পলাশ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে গজারিয়া ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন।
হামলায় আহতরা হলেন–হাবিবুর, লিমন, রাসেল, আরিফ ও কবির মিয়াসহ দশজন। তাদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন জানান, গতকাল শনিবার রাত ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের আমতলা এলাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের (দোয়াত কলম মার্কা) সমর্থকেরা মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁর নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার, ব্যানার খুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ১০–১২ জন সমর্থক-কর্মী আহত হয়।
এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উসকানিমূলক কথার জেরে কেউ হয়তোবা ২–৩টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছে। এ ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। যা আমি পরে জেনেছি। এটাকে তারা বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থীদের দুই পক্ষের সমর্থক-কর্মীদের মধ্যে হাতাহাতি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য,৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-সৈয়দ জাবেদ হোসেন (কাপ-পিরিচ), শরীফুল হক (দোয়াত কলম) ও সারোয়ার মোল্লা (লাঙ্গল)।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে