শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মাথায় লাল কাপড় বাঁধা, হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মহড়ার ঘটনা ঘটেছে। মহড়ার পরপরই প্রকাশ্যে বাজারে অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেয় অস্ত্রধারীরা। আজ শনিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে এ ঘটনা ঘটে।
মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়ে। দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জনসাধারণের।
অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫), উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু ব্যাপারীর ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব।
১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও থেকে শোনা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন–ডাইরেক্ট অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির প্রিয় দোকানদার ভাইয়ের আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যত দিন পর্যন্ত বেঁচে থাকি, তত দিনে পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদের দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিল কি না, সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।’ এ সময় তাঁর চারপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিলেন। হাতে রয়েছে ধারালো দেশীয় অস্ত্র রাম দা।
জানতে চাইলে বাজারের কাঁচামাল ব্যবসায়ী শহীদ বলেন, ‘বেচাকেনা চলছিল। হঠাৎ করে জাহাঙ্গীর লাল কাপড় পরে এসে হোটেলের সামনে দলবলসহ বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রাম দায়ের ভয় দেখিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেয়।’
সুরুজ আলী নামে আরেক দোকানি বলেন, ‘রাম দায়ের ভয় দেখিয়ে বেশ কিছু লোক লাল কাপড় পরে এসে লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকাপয়সা দিয়ে জীবন রক্ষা করে।’
স্বপন নামে আরেকজন বলেন, ‘এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম। ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দিল পুলিশ কই? আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বল লুটপাট করে করে নিল।’
শরীফুল ইসলাম বলেন, ‘এত বড় বড় রাম দা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। বেশির ভাগ দোকানদার মালামাল, টাকাপয়সা ফেলে পালিয়ে যায়। যারা দোকানে ছিল তাদের গলায় রাম দা তাক করে ভয় দেখিয়ে সব টাকাপয়সা লুটপাট করে নেয়।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি আমার জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করব না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে।’
মাথায় লাল কাপড় বাঁধা, হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মহড়ার ঘটনা ঘটেছে। মহড়ার পরপরই প্রকাশ্যে বাজারে অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেয় অস্ত্রধারীরা। আজ শনিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে এ ঘটনা ঘটে।
মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়ে। দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জনসাধারণের।
অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫), উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু ব্যাপারীর ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব।
১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও থেকে শোনা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন–ডাইরেক্ট অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির প্রিয় দোকানদার ভাইয়ের আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যত দিন পর্যন্ত বেঁচে থাকি, তত দিনে পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদের দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিল কি না, সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।’ এ সময় তাঁর চারপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিলেন। হাতে রয়েছে ধারালো দেশীয় অস্ত্র রাম দা।
জানতে চাইলে বাজারের কাঁচামাল ব্যবসায়ী শহীদ বলেন, ‘বেচাকেনা চলছিল। হঠাৎ করে জাহাঙ্গীর লাল কাপড় পরে এসে হোটেলের সামনে দলবলসহ বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রাম দায়ের ভয় দেখিয়ে টাকাপয়সা ছিনিয়ে নেয়।’
সুরুজ আলী নামে আরেক দোকানি বলেন, ‘রাম দায়ের ভয় দেখিয়ে বেশ কিছু লোক লাল কাপড় পরে এসে লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকাপয়সা দিয়ে জীবন রক্ষা করে।’
স্বপন নামে আরেকজন বলেন, ‘এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম। ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দিল পুলিশ কই? আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বল লুটপাট করে করে নিল।’
শরীফুল ইসলাম বলেন, ‘এত বড় বড় রাম দা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। বেশির ভাগ দোকানদার মালামাল, টাকাপয়সা ফেলে পালিয়ে যায়। যারা দোকানে ছিল তাদের গলায় রাম দা তাক করে ভয় দেখিয়ে সব টাকাপয়সা লুটপাট করে নেয়।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি আমার জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করব না।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করতে কাজ করছে।’
বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২২ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগেদুদকের মামলায় যশোর কারাগারে বন্দী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সাবেক উপাচার্য (ভিসি) ড. প্রফেসর আবদুস সাত্তার (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে...
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের মধ্যনগরে সরকারি অনুমোদন ছাড়া বালু তোলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকালে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর গ্রামের পাশে গোবরিয়া খালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি ইঞ্জিনের নৌকা ও ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে