Ajker Patrika

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও আইনগত পাওনাদি পরিশোধ না করা এবং মালিক পক্ষের চুক্তি ভঙ্গের কারণে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দিনব্যাপী রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেন ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার কয়েক শতাধিক শ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সরেজমিনে দেখা গেছে, কারখানার কয়েক শতাধিক শ্রমিক একটি ট্রিপল টানিয়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেন। একটু পর পর মিছিল নিয়ে শ্রমিকেরা কারখানার প্রধান ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করেছে। বিক্ষোভ মিছিল নিয়ে কাপাসিয়া রাজেন্দ্রপুর সড়ক প্রদক্ষিণ করছে। আবার এসে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে। এতে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সড়কের সব ধরনের যানবাহন চলাচল। 

কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কিছুদিন আগে কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বেতন ভাতা না পরিশোধ করে কারখানাটি বন্ধ ঘোষণা করে। এতে কয়েক শতাধিক শ্রমিক বিপাকে পড়ে। আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ কয়েক দফা তারিখ ঘোষণা করেও বেতনভাতা পরিশোধ করছে না। আমাদের অনেক টাকা পড়ে রয়েছে কিন্তু কর্তৃপক্ষ শুধু ঘুরচ্ছে। তাই বাধ্য হয়ে আজ অবস্থান কর্মসূচি পালন করছি।’ 

কারখানার শ্রমিক আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের খেলার পুতুলের মতো ব্যবহার করছে। শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া। আর স্টাফদের ৬ মাসের বেতন বকেয়া। ইতিপূর্বে বেতনভাতা পরিশোধের জন্য কয়েকবার তারিখ দিয়েছে। কিন্তু বেতন-ভাতা দেয়নি। আজ সকাল থেকে শ্রমিক স্টাফসহ কয়েক হাজার শ্রমিক রাস্তায় জড়ো হয়েছে।’ 

কারখানা কর্মকর্তা আলী নেওয়াজ বলেন, ‘শ্রমিকদের বেতনের পাশাপাশি আমাদের স্টাফদের ৬ মাসের বেতন বকেয়া পাওনা রয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে। আমরা আজ অসহায় হয়ে রাস্তায় নেমে এসেছি। স্ত্রী-সন্তান নিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে। একদিকে কারখানা বন্ধ, অপরদিকে বকেয়া। নতুন করে কোনো কারখানায় চাকরিও মিলছে না। খুবই সমস্যায় আছি স্ত্রী-সন্তান নিয়ে।’ 

কারখানা বন্ধ থাকায় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আলমাস আলী বলেন, ভেতরে তেমন কেউ নেই। আমরা পাঁচজন আনসার সদস্য কারখানার নিরাপত্তায় নিয়োজিত। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, ‘বিষয়টি আমি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত