গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও আইনগত পাওনাদি পরিশোধ না করা এবং মালিক পক্ষের চুক্তি ভঙ্গের কারণে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দিনব্যাপী রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেন ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার কয়েক শতাধিক শ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, কারখানার কয়েক শতাধিক শ্রমিক একটি ট্রিপল টানিয়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেন। একটু পর পর মিছিল নিয়ে শ্রমিকেরা কারখানার প্রধান ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করেছে। বিক্ষোভ মিছিল নিয়ে কাপাসিয়া রাজেন্দ্রপুর সড়ক প্রদক্ষিণ করছে। আবার এসে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে। এতে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সড়কের সব ধরনের যানবাহন চলাচল।
কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কিছুদিন আগে কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বেতন ভাতা না পরিশোধ করে কারখানাটি বন্ধ ঘোষণা করে। এতে কয়েক শতাধিক শ্রমিক বিপাকে পড়ে। আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ কয়েক দফা তারিখ ঘোষণা করেও বেতনভাতা পরিশোধ করছে না। আমাদের অনেক টাকা পড়ে রয়েছে কিন্তু কর্তৃপক্ষ শুধু ঘুরচ্ছে। তাই বাধ্য হয়ে আজ অবস্থান কর্মসূচি পালন করছি।’
কারখানার শ্রমিক আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের খেলার পুতুলের মতো ব্যবহার করছে। শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া। আর স্টাফদের ৬ মাসের বেতন বকেয়া। ইতিপূর্বে বেতনভাতা পরিশোধের জন্য কয়েকবার তারিখ দিয়েছে। কিন্তু বেতন-ভাতা দেয়নি। আজ সকাল থেকে শ্রমিক স্টাফসহ কয়েক হাজার শ্রমিক রাস্তায় জড়ো হয়েছে।’
কারখানা কর্মকর্তা আলী নেওয়াজ বলেন, ‘শ্রমিকদের বেতনের পাশাপাশি আমাদের স্টাফদের ৬ মাসের বেতন বকেয়া পাওনা রয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে। আমরা আজ অসহায় হয়ে রাস্তায় নেমে এসেছি। স্ত্রী-সন্তান নিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে। একদিকে কারখানা বন্ধ, অপরদিকে বকেয়া। নতুন করে কোনো কারখানায় চাকরিও মিলছে না। খুবই সমস্যায় আছি স্ত্রী-সন্তান নিয়ে।’
কারখানা বন্ধ থাকায় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আলমাস আলী বলেন, ভেতরে তেমন কেউ নেই। আমরা পাঁচজন আনসার সদস্য কারখানার নিরাপত্তায় নিয়োজিত।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, ‘বিষয়টি আমি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও আইনগত পাওনাদি পরিশোধ না করা এবং মালিক পক্ষের চুক্তি ভঙ্গের কারণে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে দিনব্যাপী রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেন ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার কয়েক শতাধিক শ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, কারখানার কয়েক শতাধিক শ্রমিক একটি ট্রিপল টানিয়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেন। একটু পর পর মিছিল নিয়ে শ্রমিকেরা কারখানার প্রধান ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করেছে। বিক্ষোভ মিছিল নিয়ে কাপাসিয়া রাজেন্দ্রপুর সড়ক প্রদক্ষিণ করছে। আবার এসে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে। এতে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সড়কের সব ধরনের যানবাহন চলাচল।
কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কিছুদিন আগে কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বেতন ভাতা না পরিশোধ করে কারখানাটি বন্ধ ঘোষণা করে। এতে কয়েক শতাধিক শ্রমিক বিপাকে পড়ে। আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ কয়েক দফা তারিখ ঘোষণা করেও বেতনভাতা পরিশোধ করছে না। আমাদের অনেক টাকা পড়ে রয়েছে কিন্তু কর্তৃপক্ষ শুধু ঘুরচ্ছে। তাই বাধ্য হয়ে আজ অবস্থান কর্মসূচি পালন করছি।’
কারখানার শ্রমিক আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের খেলার পুতুলের মতো ব্যবহার করছে। শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া। আর স্টাফদের ৬ মাসের বেতন বকেয়া। ইতিপূর্বে বেতনভাতা পরিশোধের জন্য কয়েকবার তারিখ দিয়েছে। কিন্তু বেতন-ভাতা দেয়নি। আজ সকাল থেকে শ্রমিক স্টাফসহ কয়েক হাজার শ্রমিক রাস্তায় জড়ো হয়েছে।’
কারখানা কর্মকর্তা আলী নেওয়াজ বলেন, ‘শ্রমিকদের বেতনের পাশাপাশি আমাদের স্টাফদের ৬ মাসের বেতন বকেয়া পাওনা রয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে। আমরা আজ অসহায় হয়ে রাস্তায় নেমে এসেছি। স্ত্রী-সন্তান নিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে। একদিকে কারখানা বন্ধ, অপরদিকে বকেয়া। নতুন করে কোনো কারখানায় চাকরিও মিলছে না। খুবই সমস্যায় আছি স্ত্রী-সন্তান নিয়ে।’
কারখানা বন্ধ থাকায় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আলমাস আলী বলেন, ভেতরে তেমন কেউ নেই। আমরা পাঁচজন আনসার সদস্য কারখানার নিরাপত্তায় নিয়োজিত।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, ‘বিষয়টি আমি ইতিমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
৫ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
৫ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৬ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৮ ঘণ্টা আগে