রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় শাহ্ সুফি হজরত টকি মোল্লা খন্দকার (র.)-এর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ভাবতরঙ্গ মেলা। বাউলশিল্পীরা আধ্যাত্মিক গান পরিবেশ করেন এতে। মাঘের হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে অনেক মানুষের সমাগম হয় মেলায়।
উপজেলার রাজপ্রাসাদ গ্রামে তিন দিনব্যাপী টকি মোল্লার মাজারের ওরস শুরু হয় গত শনিবার । সোমবার সন্ধ্যার পর থেকেই মাজার মাঠ প্রাঙ্গণে ভাবতরঙ্গ মেলা উপলক্ষে জড়ো হতে থাকে আশপাশের বিভিন্ন এলাকাসহ দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত, দর্শক ও শ্রোতা। রাত ৯টায় শুরু হয়ে রাতভর চলে ভাবতরঙ্গ মেলা।
আধ্যাত্মিক মরমি সংগীত পরিবেশনায় দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন শিল্পী রাজিব শাহ্, হামিদা পারভিন, শৈলী সূত্রধর, চাতক পাখি বাউলগোষ্ঠী। বাউলসম্রাট ফকির লালন শাহর রচিত বিভিন্ন আধ্যাত্মিক গান পরিবেশন করেন শিল্পীরা।
জানা গেছে, আউলিয়া শাহ্ সুফি হজরত টকি মোল্লা খন্দকার (র.) রাজপ্রসাদ গ্রামে দীর্ঘ সময় বসবাস ও ধর্ম প্রচার করেন। এখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতি রক্ষার্থে মাজার কমিটির উদ্যোগে প্রতিবছর মাঘ মাসের ৬,৭, ৮ তারিখ তিন দিন ভক্তদের নিয়ে চলে ওরস। শেষের দিন রাতে থাকে আধ্যাত্মিক গানের উৎসব। ওরস উপলক্ষে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা প্রচুর ভক্তের সমাগম ঘটে।
পাশাপাশি ওরস ও উৎসব উপলক্ষে জমে ওঠে গ্রামীণ মেলা। অনুষ্ঠানে আসা ভক্ত নাজমুল ইসলাম, সবুজ মিয়া, টিটু বলেন, প্রতিবছর এই মহোৎসবের অপেক্ষায় থাকি। এতে হাজারো মানুষের মাঝে সারা রাত আধ্যাত্মিক গান শুনতে অনেক ভালো লাগে।
ইউপি চেয়ারম্যান মো ফারুক হোসেন আলী বলেন, ‘মাজারের বাৎসরিক ওরস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ভাবতরঙ্গ মেলায় ভক্তদের ঢল নামে। সবাই আধ্যাত্মিক গানে আনন্দ পান। প্রতিবছর দিনটির অপেক্ষায় থাকে হাজারো ভক্ত।
নরসিংদীর রায়পুরায় শাহ্ সুফি হজরত টকি মোল্লা খন্দকার (র.)-এর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ভাবতরঙ্গ মেলা। বাউলশিল্পীরা আধ্যাত্মিক গান পরিবেশ করেন এতে। মাঘের হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে অনেক মানুষের সমাগম হয় মেলায়।
উপজেলার রাজপ্রাসাদ গ্রামে তিন দিনব্যাপী টকি মোল্লার মাজারের ওরস শুরু হয় গত শনিবার । সোমবার সন্ধ্যার পর থেকেই মাজার মাঠ প্রাঙ্গণে ভাবতরঙ্গ মেলা উপলক্ষে জড়ো হতে থাকে আশপাশের বিভিন্ন এলাকাসহ দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত, দর্শক ও শ্রোতা। রাত ৯টায় শুরু হয়ে রাতভর চলে ভাবতরঙ্গ মেলা।
আধ্যাত্মিক মরমি সংগীত পরিবেশনায় দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন শিল্পী রাজিব শাহ্, হামিদা পারভিন, শৈলী সূত্রধর, চাতক পাখি বাউলগোষ্ঠী। বাউলসম্রাট ফকির লালন শাহর রচিত বিভিন্ন আধ্যাত্মিক গান পরিবেশন করেন শিল্পীরা।
জানা গেছে, আউলিয়া শাহ্ সুফি হজরত টকি মোল্লা খন্দকার (র.) রাজপ্রসাদ গ্রামে দীর্ঘ সময় বসবাস ও ধর্ম প্রচার করেন। এখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতি রক্ষার্থে মাজার কমিটির উদ্যোগে প্রতিবছর মাঘ মাসের ৬,৭, ৮ তারিখ তিন দিন ভক্তদের নিয়ে চলে ওরস। শেষের দিন রাতে থাকে আধ্যাত্মিক গানের উৎসব। ওরস উপলক্ষে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা প্রচুর ভক্তের সমাগম ঘটে।
পাশাপাশি ওরস ও উৎসব উপলক্ষে জমে ওঠে গ্রামীণ মেলা। অনুষ্ঠানে আসা ভক্ত নাজমুল ইসলাম, সবুজ মিয়া, টিটু বলেন, প্রতিবছর এই মহোৎসবের অপেক্ষায় থাকি। এতে হাজারো মানুষের মাঝে সারা রাত আধ্যাত্মিক গান শুনতে অনেক ভালো লাগে।
ইউপি চেয়ারম্যান মো ফারুক হোসেন আলী বলেন, ‘মাজারের বাৎসরিক ওরস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ভাবতরঙ্গ মেলায় ভক্তদের ঢল নামে। সবাই আধ্যাত্মিক গানে আনন্দ পান। প্রতিবছর দিনটির অপেক্ষায় থাকে হাজারো ভক্ত।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৫ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১১ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে