শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচয়ে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি। হাত-পা বেঁধে চালানো হয় অমানুষিক নির্যাতন। কেড়ে নেওয়া হয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মোবাইল। কয়েক দফা দর–কষাকষি করে সাড়ে ৫ লাখ আদায়ের দুদিন পর ফেলে রেখে যায় নির্জন স্থানে।
অপরদিকে অপহরণের কথা জানলেও অভিযুক্ত ব্যক্তিরা এনসিপির কেউ নয় বলে দাবি উপজেলার নেতাদের। ঘটনার দুই সপ্তাহ পর আজ বুধবার (১১ জুন) শ্রীপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী ইসরাত জাহান আঁখি।
এর আগে গত বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার মালেক মাস্টার মার্কেটের সামনে থেকে এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তির নাম আল রিয়াদ আদনান অন্তর (৩৫), তিনি শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল হোসেনের ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসম্পাদক।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. উজ্বল হোসাইন (২২), আলিফ মোড়ল (২০), কাইফাত মোড়ল (২৪), মারুফ খান (২২) ও মিঠুন (২০)। তাঁরা সবাই উপজেলা এনসিপির সংগঠক হিসেবে পরিচিত বলে জানা গেছে।
ইসরাত জাহান আঁখি বলেন, ‘গত ২৮ মে আমার স্বামী (রিয়াদ) মাওনা চৌরাস্তা এলাকার মালেক মাস্টার মার্কেট থেকে মেয়ের ওষুধ কিনে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এই সময় হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা এসে নিজেদের এনসিপির নেতা পরিচয়ে অটোরিকশার সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। এরপর তাঁকে টেনেহিঁচড়ে স্থানীয় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের পেছনে নিয়ে হাত-পা বেঁধে একটি একটি ঘরে নিয়ে শারীরিক নির্যাতন শুরু করেন।’
ইসরাত জাহান আঁখি আরও বলেন, ‘ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। অভিযুক্ত আলিফ মোড়ল আমার স্বামীকে ব্যাপক নির্যাতন করে আমাকে মোবাইলে ফোন দেয় এবং অপর প্রান্ত থেকে ‘‘আমাকে বাঁচাও’’ বলার শব্দ শোনা যায়। এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন ২৯ মে ভোর ৪টার দিকে এমসি বাজার এলাকায় মুক্তিপণের ২ লাখ টাকা নিয়ে গেলে অভিযুক্ত আলিফ মোড়লসহ দুটি মোটরসাইকেল এসে ২ লাখ টাকা ও মোবাইল ফোনের বক্স ও কাগজপত্র নিয়ে যায়।’
ইসরাত জাহান আঁখি বলেন, ‘এরপরও ওরা স্বামীকে ছাড়েনি। তাদের দাবি করা মুক্তিপণ দিয়েছি। এরপর আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা করে আমার শ্বশুর আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা দিলে ২৯ মে রাত ১০টার দিকে এমসি বাজার এলাকায় একটি নির্জন স্থানে তাঁকে ফেলে রেখে অভিযুক্তরা আমাদের জানায়। যার কথোপকথন আমাদের মোবাইল ফোনে রেকর্ড রয়েছে।’
ইসরাত জাহান জানান, বিষয়টি স্থানীয় এনসিপির নেতা-কর্মীদের জানানোর পর সংগঠনের শ্রীপুর উপজেলার একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তিরা এনসিপির কেউ নন। তাঁরা অপরাধী, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি তাঁদের (এনসিপি) সর্বাত্মক সহযোগিতার কথাও জানানো হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত আলিফ মোড়ল তাঁর ফেসবুক পোস্টে অপহরণের কথা স্বীকার করেন। পাশাপাশি দুই দফা মুক্তিপণের ৫ লাখ ৪৫ হাজার টাকা নিজের মোটরসাইকেলে করে নিয়ে এসেছেন। ১০ হাজার টাকা ভাগ পাওয়ার কথা তুলে ধরেছেন তাঁর ফেসবুক পোস্টে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির উপজেলার আহ্বায়ক প্রার্থী আবু রায়হান মেজবাহ বলেন, তাঁরা কেউ এনসিপির নেতা নয়। পুলিশকে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে। ইতিমধ্যে এনসিপি বিষয়টি পরিষ্কার করেছে।
আবু রায়হান আরও বলেন, তাঁরা ৫ তারিখের পর এসে যোগ দেন। তাঁরা মিছিলের সামনে এসে ছবি তুলে পোস্ট করলেই নেতা হওয়া যায় না। তাঁরা প্রকৃতপক্ষে কিশোর গ্যাংয়ের সদস্য।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর স্ত্রী আমার সঙ্গে ফোনে অভিযোগের বিষয়টি জানিয়েছেন। আমি জরুরি কাজে বাইরে আছি। বিষয়টি আগেই আমার নজরে এসেছে। কিন্তু ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করেনি। বিষয়টির সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচয়ে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি। হাত-পা বেঁধে চালানো হয় অমানুষিক নির্যাতন। কেড়ে নেওয়া হয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মোবাইল। কয়েক দফা দর–কষাকষি করে সাড়ে ৫ লাখ আদায়ের দুদিন পর ফেলে রেখে যায় নির্জন স্থানে।
অপরদিকে অপহরণের কথা জানলেও অভিযুক্ত ব্যক্তিরা এনসিপির কেউ নয় বলে দাবি উপজেলার নেতাদের। ঘটনার দুই সপ্তাহ পর আজ বুধবার (১১ জুন) শ্রীপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী ইসরাত জাহান আঁখি।
এর আগে গত বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার মালেক মাস্টার মার্কেটের সামনে থেকে এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তির নাম আল রিয়াদ আদনান অন্তর (৩৫), তিনি শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল হোসেনের ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসম্পাদক।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. উজ্বল হোসাইন (২২), আলিফ মোড়ল (২০), কাইফাত মোড়ল (২৪), মারুফ খান (২২) ও মিঠুন (২০)। তাঁরা সবাই উপজেলা এনসিপির সংগঠক হিসেবে পরিচিত বলে জানা গেছে।
ইসরাত জাহান আঁখি বলেন, ‘গত ২৮ মে আমার স্বামী (রিয়াদ) মাওনা চৌরাস্তা এলাকার মালেক মাস্টার মার্কেট থেকে মেয়ের ওষুধ কিনে অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এই সময় হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা এসে নিজেদের এনসিপির নেতা পরিচয়ে অটোরিকশার সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। এরপর তাঁকে টেনেহিঁচড়ে স্থানীয় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের পেছনে নিয়ে হাত-পা বেঁধে একটি একটি ঘরে নিয়ে শারীরিক নির্যাতন শুরু করেন।’
ইসরাত জাহান আঁখি আরও বলেন, ‘ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। অভিযুক্ত আলিফ মোড়ল আমার স্বামীকে ব্যাপক নির্যাতন করে আমাকে মোবাইলে ফোন দেয় এবং অপর প্রান্ত থেকে ‘‘আমাকে বাঁচাও’’ বলার শব্দ শোনা যায়। এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন ২৯ মে ভোর ৪টার দিকে এমসি বাজার এলাকায় মুক্তিপণের ২ লাখ টাকা নিয়ে গেলে অভিযুক্ত আলিফ মোড়লসহ দুটি মোটরসাইকেল এসে ২ লাখ টাকা ও মোবাইল ফোনের বক্স ও কাগজপত্র নিয়ে যায়।’
ইসরাত জাহান আঁখি বলেন, ‘এরপরও ওরা স্বামীকে ছাড়েনি। তাদের দাবি করা মুক্তিপণ দিয়েছি। এরপর আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা করে আমার শ্বশুর আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা দিলে ২৯ মে রাত ১০টার দিকে এমসি বাজার এলাকায় একটি নির্জন স্থানে তাঁকে ফেলে রেখে অভিযুক্তরা আমাদের জানায়। যার কথোপকথন আমাদের মোবাইল ফোনে রেকর্ড রয়েছে।’
ইসরাত জাহান জানান, বিষয়টি স্থানীয় এনসিপির নেতা-কর্মীদের জানানোর পর সংগঠনের শ্রীপুর উপজেলার একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তিরা এনসিপির কেউ নন। তাঁরা অপরাধী, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি তাঁদের (এনসিপি) সর্বাত্মক সহযোগিতার কথাও জানানো হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত আলিফ মোড়ল তাঁর ফেসবুক পোস্টে অপহরণের কথা স্বীকার করেন। পাশাপাশি দুই দফা মুক্তিপণের ৫ লাখ ৪৫ হাজার টাকা নিজের মোটরসাইকেলে করে নিয়ে এসেছেন। ১০ হাজার টাকা ভাগ পাওয়ার কথা তুলে ধরেছেন তাঁর ফেসবুক পোস্টে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির উপজেলার আহ্বায়ক প্রার্থী আবু রায়হান মেজবাহ বলেন, তাঁরা কেউ এনসিপির নেতা নয়। পুলিশকে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে। ইতিমধ্যে এনসিপি বিষয়টি পরিষ্কার করেছে।
আবু রায়হান আরও বলেন, তাঁরা ৫ তারিখের পর এসে যোগ দেন। তাঁরা মিছিলের সামনে এসে ছবি তুলে পোস্ট করলেই নেতা হওয়া যায় না। তাঁরা প্রকৃতপক্ষে কিশোর গ্যাংয়ের সদস্য।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর স্ত্রী আমার সঙ্গে ফোনে অভিযোগের বিষয়টি জানিয়েছেন। আমি জরুরি কাজে বাইরে আছি। বিষয়টি আগেই আমার নজরে এসেছে। কিন্তু ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করেনি। বিষয়টির সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১০ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে