Ajker Patrika

‘বঙ্গবন্ধুর আদর্শ বর্তমানে অনেকটাই অপস্রিয়মাণ’

ঢাবি প্রতিনিধি
‘বঙ্গবন্ধুর আদর্শ বর্তমানে অনেকটাই অপস্রিয়মাণ’

বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, বঙ্গবন্ধুর জীবন, কর্ম নিয়ে আদৌও কোনো গবেষণা হয়নি বলেই আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু জানে না। বঙ্গবন্ধুর আদর্শ বর্তমানে অনেকটাই অপস্রিয়মাণ। তাঁর জীবন কর্ম সম্পর্কিত জ্ঞান যদি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি তাহলেই আমরা সার্থক। অন্যথায় ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুকে চিঠি লেখার প্রতিযোগিতা ২০২২ ’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা এসব কথা বলেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ‘বঙ্গবন্ধুর জীবন, কর্ম নিয়ে আদৌও কোনো গবেষণা হয়নি বলেই আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু জানে না। যা জানে সব বিশেষণ আর উপমায় ভরা। মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার দেড়েক বই বেরিয়েছে কিন্তু সেগুলো একটি বই থেকে দশটি বই লেখা। অনেক ভুল-বিভ্রান্তিকর তথ্য দিয়ে সন্নিবেশিত করা হয়েছে।’

জাফর ওয়াজেদ বলেন, ‘বঙ্গবন্ধুর নামে অনেক সংগঠন করা হয়, এ সংগঠনগুলোর অনেকেই বঙ্গবন্ধু সম্পর্কে জানে না, বুঝে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি বিভ্রান্তিকর সব তথ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রচারণা চালানো হয়। আমরা যদি বঙ্গবন্ধুর জীবন কর্ম সম্পর্কিত জ্ঞান যদি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি তাহলেই আমরা সার্থক। অন্যথায় ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না।

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী। বিচারক হিসেবে একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও বক্তব্য রাখেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোজাম্মেল হোসেন (মঞ্জু), শিক্ষক ও গবেষক ড. রতন সিদ্দিকী, মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল প্রমুখ।

প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা হলেন, সিনিয়র ক্যাটাগরিতে সুশীল মালাকার, শৈহাইনু মার্মা, রাতুল চৌধুরী, অমিয় ভৌমিক পলক ও কানিজ ফাতিমা কণিকা এবং জুনিয়র ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আয়েশা ছিদ্দিকা তাসমি, সুর্য কুমার শীল, রণিত অধিকারী, সামিহা খান ও ফাতিন হাসনাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত