নাইমুর হাসান, ইজতেমা ময়দান থেকে
আজ রোববার বিশ্ব ইজতেমার তৃতীয়, অর্থাৎ শেষ দিন। লাখো মুসল্লি ফজরের নামাজ পড়ে মাঘের শীত উপেক্ষা করে ময়দানের শামিয়ানার নিচে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। সকালেই হবে আখেরি মোনাজাত।
মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমা গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ইজতেমার দ্বিতীয় ধাপের আয়োজন।
রোববার ফজরের পরে বয়ান করছেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলা তরজমা করছেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।
দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে ছুটে আসছেন মুসল্লিরা। এর আগে গতকাল শনিবার রাত 10টা থেকে ইজতেমা ময়দানের আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধের নির্দেশ দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ভোর থেকেই অনেকটা পায়ে হেঁটে মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে ছুটে আসছেন লাখো মুসল্লি।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন আব্দুল হাকিম। তিনি একটি ওষুধ উৎপাদন কারখানায় চাকরি করেন। তিনি বলেন, প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই তিনজন সহকর্মীকে নিয়ে মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছি।
মোনাজাতে অংশ নিতে ময়দানের পাশে কামাড়পাড়া সড়কে অবস্থান নিয়েছেন আব্দুর রউফ। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলা থেকে এসেছেন। তিনি বলেন, ভোরে রওনা হয়ে টঙ্গীতে এসেছি। মোনাজাত শেষে নিজ জেলায় ফিরে যাব।
শেষ সময়ের বয়ানে বলা হচ্ছে, আল্লাহকে রাজি-খুশি করতে তাঁর দেওয়া জীবনব্যবস্থায় চলতে হবে। দুনিয়য় দ্বীন ও দাওয়াতের কাজ করে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টিলাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধভাবে গড়ে তুলতে হবে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে, সত্যের পথে জীবন পরিচালনা করতে হবে।
আজ আখেরি মোনাজাতের আগে ইজতেমায় আগত মুসল্লিরা নিজ নিজ খিত্তায় আমিরের মাধ্যমে তাসকি কামরায় নিজেদের নাম লিপিবদ্ধ করবেন। মুসল্লিরা এক ও তিন চিল্লার উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে ইসলামের দাওয়াতের কাজে সফর করতেই প্রতিবার এই তালিকা করা হয়।
ভোর থেকেই মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লিকে ময়দানের আশপাশের সড়কে এবং বিভিন্ন বাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদে অবস্থান নিতে দেখা গেছে।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আজ সকাল ১০টার দিকে দিকনির্দেশনামূলক বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় প্রায় ৮ লাখ মানুষের সমাগম হতে পারে।
আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
আজ রোববার বিশ্ব ইজতেমার তৃতীয়, অর্থাৎ শেষ দিন। লাখো মুসল্লি ফজরের নামাজ পড়ে মাঘের শীত উপেক্ষা করে ময়দানের শামিয়ানার নিচে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। সকালেই হবে আখেরি মোনাজাত।
মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমা গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ইজতেমার দ্বিতীয় ধাপের আয়োজন।
রোববার ফজরের পরে বয়ান করছেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলা তরজমা করছেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।
দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে ছুটে আসছেন মুসল্লিরা। এর আগে গতকাল শনিবার রাত 10টা থেকে ইজতেমা ময়দানের আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধের নির্দেশ দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ভোর থেকেই অনেকটা পায়ে হেঁটে মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে ছুটে আসছেন লাখো মুসল্লি।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন আব্দুল হাকিম। তিনি একটি ওষুধ উৎপাদন কারখানায় চাকরি করেন। তিনি বলেন, প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই তিনজন সহকর্মীকে নিয়ে মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছি।
মোনাজাতে অংশ নিতে ময়দানের পাশে কামাড়পাড়া সড়কে অবস্থান নিয়েছেন আব্দুর রউফ। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলা থেকে এসেছেন। তিনি বলেন, ভোরে রওনা হয়ে টঙ্গীতে এসেছি। মোনাজাত শেষে নিজ জেলায় ফিরে যাব।
শেষ সময়ের বয়ানে বলা হচ্ছে, আল্লাহকে রাজি-খুশি করতে তাঁর দেওয়া জীবনব্যবস্থায় চলতে হবে। দুনিয়য় দ্বীন ও দাওয়াতের কাজ করে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টিলাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধভাবে গড়ে তুলতে হবে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে, সত্যের পথে জীবন পরিচালনা করতে হবে।
আজ আখেরি মোনাজাতের আগে ইজতেমায় আগত মুসল্লিরা নিজ নিজ খিত্তায় আমিরের মাধ্যমে তাসকি কামরায় নিজেদের নাম লিপিবদ্ধ করবেন। মুসল্লিরা এক ও তিন চিল্লার উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে ইসলামের দাওয়াতের কাজে সফর করতেই প্রতিবার এই তালিকা করা হয়।
ভোর থেকেই মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লিকে ময়দানের আশপাশের সড়কে এবং বিভিন্ন বাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদে অবস্থান নিতে দেখা গেছে।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আজ সকাল ১০টার দিকে দিকনির্দেশনামূলক বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় প্রায় ৮ লাখ মানুষের সমাগম হতে পারে।
আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৫ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে