Ajker Patrika

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগে চলছে বয়ান

নাইমুর হাসান, ইজতেমা ময়দান থেকে
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ২৭
বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগে চলছে বয়ান

আজ রোববার বিশ্ব ইজতেমার তৃতীয়, অর্থাৎ শেষ দিন। লাখো মুসল্লি ফজরের নামাজ পড়ে মাঘের শীত উপেক্ষা করে ময়দানের শামিয়ানার নিচে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। সকালেই হবে আখেরি মোনাজাত। 

মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমা গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ইজতেমার দ্বিতীয় ধাপের আয়োজন। 

রোববার ফজরের পরে বয়ান করছেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলা তরজমা করছেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। 

দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে ছুটে আসছেন মুসল্লিরা। এর আগে গতকাল শনিবার রাত 10টা থেকে ইজতেমা ময়দানের আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধের নির্দেশ দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ভোর থেকেই অনেকটা পায়ে হেঁটে মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে ছুটে আসছেন লাখো মুসল্লি। 

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন আব্দুল হাকিম। তিনি একটি ওষুধ উৎপাদন কারখানায় চাকরি করেন। তিনি বলেন, প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই তিনজন সহকর্মীকে নিয়ে মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছি। 

মোনাজাতে অংশ নিতে ময়দানের পাশে কামাড়পাড়া সড়কে অবস্থান নিয়েছেন আব্দুর রউফ। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলা থেকে এসেছেন। তিনি বলেন, ভোরে রওনা হয়ে টঙ্গীতে এসেছি। মোনাজাত শেষে নিজ জেলায় ফিরে যাব। 

শেষ সময়ের বয়ানে বলা হচ্ছে, আল্লাহকে রাজি-খুশি করতে তাঁর দেওয়া জীবনব্যবস্থায় চলতে হবে। দুনিয়য় দ্বীন ও দাওয়াতের কাজ করে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টিলাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধভাবে গড়ে তুলতে হবে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে, সত্যের পথে জীবন পরিচালনা করতে হবে। 

আজ আখেরি মোনাজাতের আগে ইজতেমায় আগত মুসল্লিরা নিজ নিজ খিত্তায় আমিরের মাধ্যমে তাসকি কামরায় নিজেদের নাম লিপিবদ্ধ করবেন। মুসল্লিরা এক ও তিন চিল্লার উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে ইসলামের দাওয়াতের কাজে সফর করতেই প্রতিবার এই তালিকা করা হয়। 

ভোর থেকেই মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লিকে ময়দানের আশপাশের সড়কে এবং বিভিন্ন বাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদে অবস্থান নিতে দেখা গেছে। 

ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আজ সকাল ১০টার দিকে দিকনির্দেশনামূলক বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় প্রায় ৮ লাখ মানুষের সমাগম হতে পারে। 

আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত