Ajker Patrika

পাসপোর্ট অফিসের কর্মচারী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাসপোর্ট অফিসের কর্মচারী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তাঁর স্ত্রী হাওয়ানুর আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুরে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার এজাহারে বলা হয়, আসামি মো. মোস্তফা কামাল খান দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনসহ সম্পদের মিথ্যা তথ্য প্রদান এবং ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। 

অপর দিকে আসামি মোস্তফা কামাল খানের স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলার এজাহারে বলা হয়, হাওয়ানুর আক্তার স্বামীর সঙ্গে পরস্পর যোগসাজশে কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ২৪ হাজার ৮০২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন ও ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকা মূল্যের জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন ও ভোগদখলে রাখেন। 
 
জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা ও ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত