গত নভেম্বর মাসে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩ শতাধিক আহত হয়েছিল। সর্বশেষ আজ রোববারও এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার দুপুরে সায়েন্সল্যাব থেকে দুই কলেজের শিক্ষার্থীরা বাসে ওঠাকে কেন্দ্র করে এই সংঘর্ষে জড়ায়। পরে আহত অবস্থায় ননী কুমার সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থী ননী কুমার সাহা জানান, তাঁরা কয়েকজন সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় তাঁর দুই বন্ধু নাহিন ও সাইদুর তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় আরও কয়েকজন আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল জানান, দুপুরে সায়েন্সল্যাবের সিটি কলেজের সামনে থেকে বাসে ওঠার জন্য ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী অপেক্ষা করছিল। সেখানে সিটি কলেজের শিক্ষার্থীরাও ছিল। বাসে ওঠার সময় সিটি কলেজের শিক্ষার্থীরা বাধা এবং ধাক্কা দেয়। এরপর তাঁরা মারধরও করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহপাঠীরা সিটি কলেজের সামনে মার খেয়েছে এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে সিটি কলেজের দিকে আসে। সিটি কলেজের শিক্ষার্থীরা পরে তাঁদের ধাওয়া দেয়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হলে উভয় কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে যার যার কলেজে ফিরিয়ে নিয়ে যান।
ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়ে নেওয়ার পর ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানো হয়েছে। তারা বুঝতে পেরে চলে যায়।’
সংঘর্ষের ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো অ্যাকশনে যায়নি বলে অভিযোগ উঠেছে। এর বদলে শিক্ষকদের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীরা মারামারিতে লিপ্ত হলে, শিক্ষকেরাই সমাধান করেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ’ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।’
গত নভেম্বর মাসে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩ শতাধিক আহত হয়েছিল। সর্বশেষ আজ রোববারও এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ননী কুমার সাহা নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার দুপুরে সায়েন্সল্যাব থেকে দুই কলেজের শিক্ষার্থীরা বাসে ওঠাকে কেন্দ্র করে এই সংঘর্ষে জড়ায়। পরে আহত অবস্থায় ননী কুমার সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থী ননী কুমার সাহা জানান, তাঁরা কয়েকজন সায়েন্সল্যাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় তাঁর দুই বন্ধু নাহিন ও সাইদুর তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় আরও কয়েকজন আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল জানান, দুপুরে সায়েন্সল্যাবের সিটি কলেজের সামনে থেকে বাসে ওঠার জন্য ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী অপেক্ষা করছিল। সেখানে সিটি কলেজের শিক্ষার্থীরাও ছিল। বাসে ওঠার সময় সিটি কলেজের শিক্ষার্থীরা বাধা এবং ধাক্কা দেয়। এরপর তাঁরা মারধরও করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহপাঠীরা সিটি কলেজের সামনে মার খেয়েছে এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে সিটি কলেজের দিকে আসে। সিটি কলেজের শিক্ষার্থীরা পরে তাঁদের ধাওয়া দেয়। দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হলে উভয় কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে যার যার কলেজে ফিরিয়ে নিয়ে যান।
ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়ে নেওয়ার পর ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানো হয়েছে। তারা বুঝতে পেরে চলে যায়।’
সংঘর্ষের ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো অ্যাকশনে যায়নি বলে অভিযোগ উঠেছে। এর বদলে শিক্ষকদের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ’দুই কলেজের শিক্ষার্থীরা মারামারিতে লিপ্ত হলে, শিক্ষকেরাই সমাধান করেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ’ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সায়েন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
২ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে