Ajker Patrika

রূপগঞ্জে ভাঙচুরের পর কাভার্ডভ্যানে আগুন, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে ভাঙচুরের পর কাভার্ডভ্যানে আগুন, সড়ক অবরোধ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ রোববার রূপগঞ্জে পণ্যবাহী কাভার্ডভ্যান ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সড়ক অবরোধ করা হয়। আজ রোববার সকালে উপজেলার পলখান এলাকায় এই ঘটনা ঘটে।

বিএনপির এক দফা দাবির সমর্থনে দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কের পলখান এলাকায় অবস্থান নেয়। সেখানে অবরোধের সমর্থনে মিছিল করে দুটি ট্রাক ভাঙচুর করা হয়। সড়কে চলাচলরত প্রাণ কোম্পানির একটি মালবোঝাই কাভার্ডভ্যান ভাঙচুর করে আগুন দেয় তারা।

এর আগে গত ২ নভেম্বর রূপগঞ্জে দুটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়।

এদিকে দুপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানকে আটক করার খবর পাওয়া গেছে। ঢাকার দক্ষিণখান থেকে পুলিশ ওই দুজনসহ চারজনকে আটক করে বলে দাবি করেন ছাত্রদলের নেতারা।

সুলতান ও মাসুদুর রহমানের সহযোগী আবু মাসুম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘অন্যায়ভাবে গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ, সদস্যসচিব মাসুদুর রহমানসহ চারজনের দ্রুত সন্ধান ও মুক্তি দাবি করছি।’

গাড়িতে আগুন দেওয়ার বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রূপগঞ্জে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করার বিষয়টি আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত