Ajker Patrika

রাজধানীতে বাজারে দায়িত্বরত নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৪: ০৫
রাজধানীতে বাজারে দায়িত্বরত নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণখানে বাজারে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কার এটি ঘটিয়েছে তা জানা যায়নি। আজ সোমবার ভোরে দক্ষিণখানের চেয়ারম্যান বাড়িসংলগ্ন সড়কে হত্যাকাণ্ডটি ঘটে। 

নিহত নিরাপত্তাকর্মীর নাম আসিফ মিয়া (৬০)। তিনি দক্ষিণখানের কাজীবাড়ি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। দীর্ঘদিন থেকে তিনি দক্ষিণখান বাজারের নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে আসছিলেন। 

স্থানীয়রা বলছে, রাতে বাজারের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন আসিফ মিয়া। শেষ রাতে কে বা কারা তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাকিবা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে ডিবি পুলিশ, পিবিআইসহ আমরা সবাই মিলে কাজ করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে ধরতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত