Ajker Patrika

ঘোড়াশালে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রকৌশলীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪: ০৬
ঘোড়াশালে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রকৌশলীর মৃত্যু

নরসিংদীর পলাশের ঘোড়াশালে মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. খোরশেদ আলম (৪৫) নামের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে চামড়াব এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

নিহত খোরশেদ আলম মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী এবং ওই বিদ্যুৎকেন্দ্রের মাধবী কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করতেন। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন খোরশেদ আলম। সকাল ৯টার দিকে ঘোড়াশাল চামড়াব এলাকার রেলক্রসিংয়ের সামনে পৌঁছান তিনি। 

রেলক্রসিংয়ের গেটম্যান আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশালে পৌঁছার সংকেত পেয়ে বাঁশ দিয়ে তৈরি রেলক্রসিংটি আটকে দেওয়া হয়। এর পরও খোরশেদ আলম দ্রুত রেলক্রসিংটির নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ধাক্কায় দুই রেললাইনের মাঝে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খোরশেদ আলমের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত