ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূ আনোয়ারা বেগমের মেয়ে বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।
নিহত আনোয়ারা বেগম শানু (৫০)। তিনি কুমারখালী গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী। অভিযুক্ত আতিয়ার হাওলাদার তাঁর প্রতিবেশী ও সম্পর্কে দেবর হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আতিয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার বিকেলে আতাউলের চার বছর বয়সী এক ভাতিজি আনোয়ারা বেগমের বাড়ির সীমানায় খেলতে যায়। এ সময় আনোয়ারার ছেলের বউ শিল্পী বেগম ওই শিশুকে বকাঝকা করেন। এ নিয়ে আতাউলের স্ত্রী সাথী বেগমের সঙ্গে শিল্পীর বাক্বিতণ্ডা শুরু হয়।
পান্না বেগম বলেন, একপর্যায়ে আতিয়ার হাওলাদার এসে তাঁর মা আনোয়ারা বেগমকে থাপ্পড় দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। পরে পান্না বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আনোয়ারা বেগমকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকার উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আতিয়ার হাওলাদারকে ধরতে অভিযান অব্যাহত আছে।
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূ আনোয়ারা বেগমের মেয়ে বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।
নিহত আনোয়ারা বেগম শানু (৫০)। তিনি কুমারখালী গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী। অভিযুক্ত আতিয়ার হাওলাদার তাঁর প্রতিবেশী ও সম্পর্কে দেবর হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আতিয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার বিকেলে আতাউলের চার বছর বয়সী এক ভাতিজি আনোয়ারা বেগমের বাড়ির সীমানায় খেলতে যায়। এ সময় আনোয়ারার ছেলের বউ শিল্পী বেগম ওই শিশুকে বকাঝকা করেন। এ নিয়ে আতাউলের স্ত্রী সাথী বেগমের সঙ্গে শিল্পীর বাক্বিতণ্ডা শুরু হয়।
পান্না বেগম বলেন, একপর্যায়ে আতিয়ার হাওলাদার এসে তাঁর মা আনোয়ারা বেগমকে থাপ্পড় দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। পরে পান্না বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আনোয়ারা বেগমকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকার উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আতিয়ার হাওলাদারকে ধরতে অভিযান অব্যাহত আছে।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে