Ajker Patrika

আড়াইহাজারে আওয়ামী লীগের অবরোধবিরোধী শোডাউন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৪: ৫৬
আড়াইহাজারে আওয়ামী লীগের অবরোধবিরোধী শোডাউন 

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে শোডাউন করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অবরোধের তৃতীয় দিনে ঢাকা-সিলেট মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া ও অবস্থান করেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের বাণ্টি বাজার থেকে বাগবাড়ি পর্যন্ত কয়েক শ নেতা-কর্মী শোডাউন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নির্দেশে এই শোডাউন হয়।

শোডাউন শেষে মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের নেতা অদুদ মাহমুদ বলেন, যেভাবে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে তা ন্যক্কারজনক। এভাবে হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসীদের আর আড়াইহাজারে সন্ত্রাসীপনা করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।

এ সময় উপস্থিত ছিলেন দুপ্তারা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রোমান, সাংস্কৃতিক সম্পাদক সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগর সভাপতি শফিকুল ইসলাম শরিফ, সেক্রেটারি সাদ্দাম হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত