Ajker Patrika

রাজধানীতে দুই ঘণ্টায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪ বাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২৩: ৪২
রাজধানীতে দুই ঘণ্টায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪ বাস 

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পৃথক চার জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ৭টা ৩৫ মিনিটে, ৮ টার কিছুটা পরে ও রাত পৌনে ১০ টায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, দুটি করে ইউনিট প্রতিটি জায়গায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। 

রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ জনপথ মোড় ও গুলিস্থান এলাকায় চার বাসে আগুনের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউ মার্কেট এলাকায় মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে এবং এলিফ্যান্ট রোড এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা ভাড়ায় চালিত একটি বাসে, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটা যাত্রীবাহী বাসে   আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় কোন বাসে আগুন দিয়েছে সেই পরিবহনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি। 

চারটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। যুবকগুলোর পরিচয় জানা যায়নি।

রাজধানীতে দুই ঘণ্টায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪ বাস । ছবি: আজকের পত্রিকা  

এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।

 

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের শরিকেরা। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত