নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পৃথক চার জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ৭টা ৩৫ মিনিটে, ৮ টার কিছুটা পরে ও রাত পৌনে ১০ টায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানায়, দুটি করে ইউনিট প্রতিটি জায়গায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।
রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ জনপথ মোড় ও গুলিস্থান এলাকায় চার বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউ মার্কেট এলাকায় মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে এবং এলিফ্যান্ট রোড এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা ভাড়ায় চালিত একটি বাসে, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় কোন বাসে আগুন দিয়েছে সেই পরিবহনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি।
চারটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। যুবকগুলোর পরিচয় জানা যায়নি।
এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের শরিকেরা। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পৃথক চার জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ৭টা ৩৫ মিনিটে, ৮ টার কিছুটা পরে ও রাত পৌনে ১০ টায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানায়, দুটি করে ইউনিট প্রতিটি জায়গায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।
রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ জনপথ মোড় ও গুলিস্থান এলাকায় চার বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউ মার্কেট এলাকায় মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে এবং এলিফ্যান্ট রোড এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা ভাড়ায় চালিত একটি বাসে, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় কোন বাসে আগুন দিয়েছে সেই পরিবহনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি।
চারটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। যুবকগুলোর পরিচয় জানা যায়নি।
এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের শরিকেরা। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
সিলেট বিভাগে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। এপ্রিল মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৪২ জন। আজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
৬ মিনিট আগেবটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে গুলি ছুড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্ধলক্ষাধিক টাকা লুটে নিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ৮-৯ জন কিশোর গ্যাং সদস্য মোটরসাইকেলে হেলমেট পরে এসে মো. সোহাগ ইসলাম (৪২) নামের একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে এই লুট
১৭ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়েছেন আশিক ইকবাল নামের এক কর্মকর্তা। তিনি রুয়েটের সংস্থ
৩১ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহত পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশ নেন।
৩৫ মিনিট আগে