নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পৃথক চার জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ৭টা ৩৫ মিনিটে, ৮ টার কিছুটা পরে ও রাত পৌনে ১০ টায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানায়, দুটি করে ইউনিট প্রতিটি জায়গায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।
রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ জনপথ মোড় ও গুলিস্থান এলাকায় চার বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউ মার্কেট এলাকায় মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে এবং এলিফ্যান্ট রোড এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা ভাড়ায় চালিত একটি বাসে, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় কোন বাসে আগুন দিয়েছে সেই পরিবহনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি।
চারটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। যুবকগুলোর পরিচয় জানা যায়নি।
এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের শরিকেরা। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পৃথক চার জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, ৭টা ৩৫ মিনিটে, ৮ টার কিছুটা পরে ও রাত পৌনে ১০ টায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানায়, দুটি করে ইউনিট প্রতিটি জায়গায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।
রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ জনপথ মোড় ও গুলিস্থান এলাকায় চার বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউ মার্কেট এলাকায় মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে এবং এলিফ্যান্ট রোড এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা ভাড়ায় চালিত একটি বাসে, গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় কোন বাসে আগুন দিয়েছে সেই পরিবহনের নাম তৎক্ষণাৎ জানা যায়নি।
চারটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। যুবকগুলোর পরিচয় জানা যায়নি।
এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের শরিকেরা। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
১ ঘণ্টা আগেএবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
৭ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
৭ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৭ ঘণ্টা আগে