রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়। পুলিশ বলছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান, বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা আরও জানান, বিএনপির পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হন। বেলা সাড়ে ১১টার দিকে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের সময় লিয়াকত ও হারুন গ্রুপের কর্মীরা বাধা দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়। পরে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা পিছু হটেন।
এদিকে এ ঘটনার ১০ মিনিট পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে খৈয়ম গ্রুপ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে লিয়াকত-হারুন গ্রুপ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের সম্মেলনকক্ষসহ তিনটি কক্ষ, চেয়ার, টেবিল, আলমারি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা কর্মসূচি ছিল। আমরা হাজার হাজার নেতা-কর্মীরা যখন জেলা বিএনপির কার্যালয়ে যাই, তখন সরকারদলীয় লোকদের পৃষ্ঠপোষকতায় দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আমাদের ওপরে হামলা চালায়। এ ঘটনায় বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
অভ্যন্তরীণ সংঘর্ষের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘একটি স্বার্থান্বেষী (দলীয়) মহল প্রথম থেকেই তিনিসহ হারুন-আসলামকে বাম চোখে দেখা শুরু করেন। আমরা তাঁদের বলি, আসেন এক সঙ্গে রাজনীতি করি, আলোচনা করি। কিন্তু তাঁরা তাঁদের সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে চর দখল করার মতো পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে আজ।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
রাজবাড়ীতে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বিএনপির দলীয় কার্যালয়। পুলিশ বলছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান, বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীরা আরও জানান, বিএনপির পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ গ্রুপের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হন। বেলা সাড়ে ১১টার দিকে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের সময় লিয়াকত ও হারুন গ্রুপের কর্মীরা বাধা দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়। পরে খৈয়ম গ্রুপের নেতা-কর্মীরা পিছু হটেন।
এদিকে এ ঘটনার ১০ মিনিট পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে খৈয়ম গ্রুপ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে লিয়াকত-হারুন গ্রুপ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দ্বিতীয় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন।
সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের সম্মেলনকক্ষসহ তিনটি কক্ষ, চেয়ার, টেবিল, আলমারি, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা কর্মসূচি ছিল। আমরা হাজার হাজার নেতা-কর্মীরা যখন জেলা বিএনপির কার্যালয়ে যাই, তখন সরকারদলীয় লোকদের পৃষ্ঠপোষকতায় দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আমাদের ওপরে হামলা চালায়। এ ঘটনায় বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
অভ্যন্তরীণ সংঘর্ষের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘একটি স্বার্থান্বেষী (দলীয়) মহল প্রথম থেকেই তিনিসহ হারুন-আসলামকে বাম চোখে দেখা শুরু করেন। আমরা তাঁদের বলি, আসেন এক সঙ্গে রাজনীতি করি, আলোচনা করি। কিন্তু তাঁরা তাঁদের সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে চর দখল করার মতো পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে আজ।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৬ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৫ মিনিট আগে