নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় স্বামী ইফতেখার আবেদীন ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানায় মামলাটি করেন ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী।
মামলার আগেই আটক স্বামী ইফতেখারকে গ্রেপ্তার দেখানো হয়। আর ইফতেখারের মা-বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলশান ইউনাইটেড হাসপাতাল থেকে নিহত ছাত্রীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, নিহত তরুণীর পরিবারের অভিযোগ ছিল, স্বামী ইফতেখার তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, খবর পেয়ে বনানী থানার পুলিশ গুলশান ইউনাইটেড হাসপাতালে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তাঁর সারা শরীরে জখম, রক্ত জমাট আর ক্ষত রয়েছে। তখনই জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে থানায় রাখা হয়।
নিহত ইলমার খালু ইকবাল হোসেন জানান, চলতি বছরের এপ্রিলে কানাডাপ্রবাসী ইফতেখারের সঙ্গে বিয়ে হয় ইলমার। পাঁচ দিন আগে কানাডা থেকে ঢাকায় এসেছেন ইফতেখার। তখন থেকেই তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। মঙ্গলবার দুপুরে ইলমাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি করেন ইফতেখার। এ ঘটনার সঙ্গে ইফতেখারের পরিবারও জড়িত বলে দাবি এই আত্মীয়ের।
সহপাঠী আরিফুল ইসলাম বলেন, ‘বিয়ের পর সে শুধু পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসত। সে সময় তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একজন লোক সঙ্গে থাকত। ইলমার হাজব্যান্ড ভিডিও কলে এসব দেখত। বিয়ের পর ইলমা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বোরকা-হিজাব পরা শুরু করে। আমাদের কারও সঙ্গে কথা বলত না। নীরবে এসে নীরবেই চলে যেত। আমরা এখন বুঝতে পারছি, বিয়ের পর তাকে ব্যাপক মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্যে রাখা হতো।’
নিহত তরুণীর মামা আব্দুল মান্নান বলেন, ইলমার স্বামী ফ্রান্সেও আরেকটা বিয়ে করেছিলেন। সেটাই তাঁর প্রথম বিয়ে; সেই ঘরে ছেলেমেয়েও আছে। এসব তথ্য গোপন করে তাঁকে বিয়ে করার জন্য প্রতিবাদ করেন ইলমা। এ বিষয় নিয়ে কথা বলায় পুরো পরিবার মিলে তাঁকে পিটিয়ে হত্যা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় স্বামী ইফতেখার আবেদীন ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানায় মামলাটি করেন ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী।
মামলার আগেই আটক স্বামী ইফতেখারকে গ্রেপ্তার দেখানো হয়। আর ইফতেখারের মা-বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলশান ইউনাইটেড হাসপাতাল থেকে নিহত ছাত্রীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, নিহত তরুণীর পরিবারের অভিযোগ ছিল, স্বামী ইফতেখার তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, খবর পেয়ে বনানী থানার পুলিশ গুলশান ইউনাইটেড হাসপাতালে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তাঁর সারা শরীরে জখম, রক্ত জমাট আর ক্ষত রয়েছে। তখনই জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে থানায় রাখা হয়।
নিহত ইলমার খালু ইকবাল হোসেন জানান, চলতি বছরের এপ্রিলে কানাডাপ্রবাসী ইফতেখারের সঙ্গে বিয়ে হয় ইলমার। পাঁচ দিন আগে কানাডা থেকে ঢাকায় এসেছেন ইফতেখার। তখন থেকেই তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। মঙ্গলবার দুপুরে ইলমাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি করেন ইফতেখার। এ ঘটনার সঙ্গে ইফতেখারের পরিবারও জড়িত বলে দাবি এই আত্মীয়ের।
সহপাঠী আরিফুল ইসলাম বলেন, ‘বিয়ের পর সে শুধু পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসত। সে সময় তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একজন লোক সঙ্গে থাকত। ইলমার হাজব্যান্ড ভিডিও কলে এসব দেখত। বিয়ের পর ইলমা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বোরকা-হিজাব পরা শুরু করে। আমাদের কারও সঙ্গে কথা বলত না। নীরবে এসে নীরবেই চলে যেত। আমরা এখন বুঝতে পারছি, বিয়ের পর তাকে ব্যাপক মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্যে রাখা হতো।’
নিহত তরুণীর মামা আব্দুল মান্নান বলেন, ইলমার স্বামী ফ্রান্সেও আরেকটা বিয়ে করেছিলেন। সেটাই তাঁর প্রথম বিয়ে; সেই ঘরে ছেলেমেয়েও আছে। এসব তথ্য গোপন করে তাঁকে বিয়ে করার জন্য প্রতিবাদ করেন ইলমা। এ বিষয় নিয়ে কথা বলায় পুরো পরিবার মিলে তাঁকে পিটিয়ে হত্যা করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১ ঘণ্টা আগে