নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় স্বামী ইফতেখার আবেদীন ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানায় মামলাটি করেন ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী।
মামলার আগেই আটক স্বামী ইফতেখারকে গ্রেপ্তার দেখানো হয়। আর ইফতেখারের মা-বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলশান ইউনাইটেড হাসপাতাল থেকে নিহত ছাত্রীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, নিহত তরুণীর পরিবারের অভিযোগ ছিল, স্বামী ইফতেখার তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, খবর পেয়ে বনানী থানার পুলিশ গুলশান ইউনাইটেড হাসপাতালে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তাঁর সারা শরীরে জখম, রক্ত জমাট আর ক্ষত রয়েছে। তখনই জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে থানায় রাখা হয়।
নিহত ইলমার খালু ইকবাল হোসেন জানান, চলতি বছরের এপ্রিলে কানাডাপ্রবাসী ইফতেখারের সঙ্গে বিয়ে হয় ইলমার। পাঁচ দিন আগে কানাডা থেকে ঢাকায় এসেছেন ইফতেখার। তখন থেকেই তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। মঙ্গলবার দুপুরে ইলমাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি করেন ইফতেখার। এ ঘটনার সঙ্গে ইফতেখারের পরিবারও জড়িত বলে দাবি এই আত্মীয়ের।
সহপাঠী আরিফুল ইসলাম বলেন, ‘বিয়ের পর সে শুধু পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসত। সে সময় তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একজন লোক সঙ্গে থাকত। ইলমার হাজব্যান্ড ভিডিও কলে এসব দেখত। বিয়ের পর ইলমা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বোরকা-হিজাব পরা শুরু করে। আমাদের কারও সঙ্গে কথা বলত না। নীরবে এসে নীরবেই চলে যেত। আমরা এখন বুঝতে পারছি, বিয়ের পর তাকে ব্যাপক মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্যে রাখা হতো।’
নিহত তরুণীর মামা আব্দুল মান্নান বলেন, ইলমার স্বামী ফ্রান্সেও আরেকটা বিয়ে করেছিলেন। সেটাই তাঁর প্রথম বিয়ে; সেই ঘরে ছেলেমেয়েও আছে। এসব তথ্য গোপন করে তাঁকে বিয়ে করার জন্য প্রতিবাদ করেন ইলমা। এ বিষয় নিয়ে কথা বলায় পুরো পরিবার মিলে তাঁকে পিটিয়ে হত্যা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় স্বামী ইফতেখার আবেদীন ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানায় মামলাটি করেন ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী।
মামলার আগেই আটক স্বামী ইফতেখারকে গ্রেপ্তার দেখানো হয়। আর ইফতেখারের মা-বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলশান ইউনাইটেড হাসপাতাল থেকে নিহত ছাত্রীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, নিহত তরুণীর পরিবারের অভিযোগ ছিল, স্বামী ইফতেখার তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, খবর পেয়ে বনানী থানার পুলিশ গুলশান ইউনাইটেড হাসপাতালে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তাঁর সারা শরীরে জখম, রক্ত জমাট আর ক্ষত রয়েছে। তখনই জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে থানায় রাখা হয়।
নিহত ইলমার খালু ইকবাল হোসেন জানান, চলতি বছরের এপ্রিলে কানাডাপ্রবাসী ইফতেখারের সঙ্গে বিয়ে হয় ইলমার। পাঁচ দিন আগে কানাডা থেকে ঢাকায় এসেছেন ইফতেখার। তখন থেকেই তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। মঙ্গলবার দুপুরে ইলমাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি করেন ইফতেখার। এ ঘটনার সঙ্গে ইফতেখারের পরিবারও জড়িত বলে দাবি এই আত্মীয়ের।
সহপাঠী আরিফুল ইসলাম বলেন, ‘বিয়ের পর সে শুধু পরীক্ষা দিতে ক্যাম্পাসে আসত। সে সময় তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একজন লোক সঙ্গে থাকত। ইলমার হাজব্যান্ড ভিডিও কলে এসব দেখত। বিয়ের পর ইলমা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বোরকা-হিজাব পরা শুরু করে। আমাদের কারও সঙ্গে কথা বলত না। নীরবে এসে নীরবেই চলে যেত। আমরা এখন বুঝতে পারছি, বিয়ের পর তাকে ব্যাপক মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্যে রাখা হতো।’
নিহত তরুণীর মামা আব্দুল মান্নান বলেন, ইলমার স্বামী ফ্রান্সেও আরেকটা বিয়ে করেছিলেন। সেটাই তাঁর প্রথম বিয়ে; সেই ঘরে ছেলেমেয়েও আছে। এসব তথ্য গোপন করে তাঁকে বিয়ে করার জন্য প্রতিবাদ করেন ইলমা। এ বিষয় নিয়ে কথা বলায় পুরো পরিবার মিলে তাঁকে পিটিয়ে হত্যা করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে