প্রতিনিধি, মিটফোর্ড (ঢাকা)
গত এক মাস যাবৎ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ভবনের একমাত্র লিফটটি অকেজো হয়ে পড়ে আছে। ঢাকা শহরে একমাত্র নন কোভিড হাসপাতাল হওয়ায় এখানে প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হচ্ছেন। এ অবস্থায় রোগীরা সিঁড়ি বেয়ে ওয়ার্ড পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মুমূর্ষু রোগীদের সিঁড়ি দিয়ে টেনে-হিঁচড়ে, ট্রলি দিয়ে দুই তলায়, তিন তলার তুলতে হচ্ছে স্বজনদের এবং এখানকার ট্রলি ব্যবহারকারী কর্মচারীদের। কর্তৃপক্ষ লিফট মেরামতে ব্যবস্থা করার কথা বললেও বাস্তবে নেই তাঁর প্রয়োগ।
নারিন্দা থেকে আগত বিধান দাস (৬০)। উচ্চ রক্তচাপে শারীরিক দুর্বলতায় অজ্ঞান হয়ে পড়েন তাঁর স্ত্রী সন্ধ্যা (৫৫)। মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাটার পর তাঁকে ৩ নম্বর ভবনে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু ৩ নম্বর ভবনের ২ তলায় তুলতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হয়। কষ্ট করে দোতলায় তুললে সেখানকার ডাক্তার তাঁদের রক্ত পরীক্ষা করিয়ে আনার জন্য টোকেন ধরিয়ে নিচ তলায় পাঠিয়ে দেন। আবার একই ভাবে কষ্ট করে সিঁড়ি দিয়ে নামতে হয় তাঁদের।
হাসপাতালের কর্মচারী ট্রলি ব্যবহারকারী লিটন বলেন, `রোগীরাও ভোগতেছে, আমরাও ভোগতেছি। অনেক ভারী ট্রলি ওপরে তোলার জন্য আমার কয়েকজন মানুষ একত্রিত হলে আনসাররা খুব খারাপ ব্যবহার করছে। প্রতিদিনই শুনি আগামীকাল ঠিক হয়ে যাবে। কিন্তু আগামীকাল আসছে না গত ২০ দিন যাবৎ। চিপা সিঁড়ি দিয়ে রোগী উঠতে গিয়ে গতকাল মারাত্মকভাবে পায়ে জখম হয়েছে আমার সহকর্মী আজাদের।'
মিটফোর্ড হাসপাতালের ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহকারী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নয়ন রঞ্জন সরকার বলেন, লিফট নষ্ট না, কর্তৃপক্ষ হতে লিফট চালানো বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
মিটফোর্ড হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশিদ উন নবী বলেন, `৩ নম্বর ভবনটি অনেক পুরাতন হওয়ায় লিফট চলাচল এখানে বিপদজনক। ইতিমধ্যে আমরা ভবনের মেরামত সম্পূর্ণ করেছি। আজকেও লিফট চলাচলের জন্য কাজ চলছে। আগামীকাল থেকে সচল হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।'
গত এক মাস যাবৎ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ভবনের একমাত্র লিফটটি অকেজো হয়ে পড়ে আছে। ঢাকা শহরে একমাত্র নন কোভিড হাসপাতাল হওয়ায় এখানে প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হচ্ছেন। এ অবস্থায় রোগীরা সিঁড়ি বেয়ে ওয়ার্ড পর্যন্ত পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মুমূর্ষু রোগীদের সিঁড়ি দিয়ে টেনে-হিঁচড়ে, ট্রলি দিয়ে দুই তলায়, তিন তলার তুলতে হচ্ছে স্বজনদের এবং এখানকার ট্রলি ব্যবহারকারী কর্মচারীদের। কর্তৃপক্ষ লিফট মেরামতে ব্যবস্থা করার কথা বললেও বাস্তবে নেই তাঁর প্রয়োগ।
নারিন্দা থেকে আগত বিধান দাস (৬০)। উচ্চ রক্তচাপে শারীরিক দুর্বলতায় অজ্ঞান হয়ে পড়েন তাঁর স্ত্রী সন্ধ্যা (৫৫)। মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাটার পর তাঁকে ৩ নম্বর ভবনে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু ৩ নম্বর ভবনের ২ তলায় তুলতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হয়। কষ্ট করে দোতলায় তুললে সেখানকার ডাক্তার তাঁদের রক্ত পরীক্ষা করিয়ে আনার জন্য টোকেন ধরিয়ে নিচ তলায় পাঠিয়ে দেন। আবার একই ভাবে কষ্ট করে সিঁড়ি দিয়ে নামতে হয় তাঁদের।
হাসপাতালের কর্মচারী ট্রলি ব্যবহারকারী লিটন বলেন, `রোগীরাও ভোগতেছে, আমরাও ভোগতেছি। অনেক ভারী ট্রলি ওপরে তোলার জন্য আমার কয়েকজন মানুষ একত্রিত হলে আনসাররা খুব খারাপ ব্যবহার করছে। প্রতিদিনই শুনি আগামীকাল ঠিক হয়ে যাবে। কিন্তু আগামীকাল আসছে না গত ২০ দিন যাবৎ। চিপা সিঁড়ি দিয়ে রোগী উঠতে গিয়ে গতকাল মারাত্মকভাবে পায়ে জখম হয়েছে আমার সহকর্মী আজাদের।'
মিটফোর্ড হাসপাতালের ইঞ্জিনিয়ারিং দপ্তরের সহকারী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নয়ন রঞ্জন সরকার বলেন, লিফট নষ্ট না, কর্তৃপক্ষ হতে লিফট চালানো বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
মিটফোর্ড হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশিদ উন নবী বলেন, `৩ নম্বর ভবনটি অনেক পুরাতন হওয়ায় লিফট চলাচল এখানে বিপদজনক। ইতিমধ্যে আমরা ভবনের মেরামত সম্পূর্ণ করেছি। আজকেও লিফট চলাচলের জন্য কাজ চলছে। আগামীকাল থেকে সচল হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।'
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৬ মিনিট আগে