Ajker Patrika

শান্তিনগরে ‘চোর সন্দেহে’ আটক ভাই, উদ্ধারে যাওয়া যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২: ০০
শান্তিনগরে ‘চোর সন্দেহে’ আটক ভাই, উদ্ধারে যাওয়া যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর শান্তিনগরে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে খালেদ শেখ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্বজনেরা জানান, এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে আটকে রাখা হয়েছে এমন খবরে ওই ভবনের আন্ডারগ্রাউন্ডে ছুটে যান খালেদ। পরে সেখানকার নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারধরের শিকার হন।

নিহত খালেদ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সামাদ শেখের ছেলে। বর্তমানে তিনি রামপুরার হাইস্কুল রোড টাঙ্গাইল গলি এলাকায় থাকতেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে আবেদ হোল্ডিং নামে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় খালেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত খালেদের মামার বন্ধু মো. সজীব জানান, শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে আবেদ হোল্ডিং নামে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে আটকে রাখেন সেখানকার নিরাপত্তাকর্মীরা। খবর পেয়ে ভবনের আন্ডারগ্রাউন্ডে যান খালেদ। সেখানে নিয়োজিত নিরাপত্তাকর্মী ও ভবনে থাকা অন্যান্য লোকেদের সঙ্গে খালেদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ভবনে থাকা নিরাপত্তাকর্মীসহ ১৫-২০ জন একযোগে খালেদকে পেটাতে থাকে। এতে খালেদ অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খালেদ নামে এক যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছে স্বজনেরা। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে অবগত করা হয়েছে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, খালেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত