Ajker Patrika

কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৯: ২৩
কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— মো. ইসমাইল (২০) ও নাসরিন আক্তার কাজল (১৮)। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার সুজন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল কেরানীগঞ্জের আগানগর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তাঁর বাবার নাম মো. আলী। তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার এলাকায় সুজন হাউজিংয়ে একটি বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে ইসমাইল ও নাসরিনের বিয়ে হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, বুধবার রাতে ওই দম্পতির বাসার বারান্দা থেকে কিছু একটা জিনিস বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে ইসমাইল একটি লাঠি বা পাইপের সাহায্যে সেটি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী নাসরিনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘দম্পতির মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত