Ajker Patrika

ইজতেমা ময়দানে এসেছেন ক্রিকেটার মুশফিক

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ২৪
ইজতেমা ময়দানে এসেছেন ক্রিকেটার মুশফিক

আগামীকাল শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে ৫৭তম এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ইজতেমা ময়দানে এসেছেন।

ময়দানে থেকে অভ্যর্থনা জানান কাকরাইলের মুরব্বি ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম। 

সন্ধ্যা ৭টার দিকে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমি চেষ্টা করি ইসলামের কাজ করার জন্য। সুযোগ পেলে চিল্লায় যাওয়ার চেষ্টা করব। আমি চাই সব মুসলমান ভাই যেন ইসলামিক কাজে অংশগ্রহণ করে। এবার দ্বিতীয় ধাপের ইজতেমায় এসেছি।’ 

ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ময়দানের ১ নম্বর বিল্ডিংয়ে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। তিনি ময়দানে তিন দিন থাকবেন বলেন আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত