নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১১ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে