Ajker Patrika

ভোটের স্বচ্ছতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি সিইসির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০: ৫৬
ভোটের স্বচ্ছতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি সিইসির আহ্বান

ভোটের স্বচ্ছতা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। 

সিইসি সাংবাদিকদের বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাক, সেটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে এল, কে এল না, তা দেখার নয়। সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’ এ সময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের প্রতি। 

এর আগে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মিট দ্য প্রেসে সিইসিকে জিজ্ঞেস করা হয়, কত শতাংশ ভোট পড়লে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে? জবাবে সিইসি বলেন, ‘এটি বলা কঠিন। কত ভোট পড়লে আমি খুশি হব—এ বিষয়ে এখন কথা বলা কঠিন। তবে ২ শতাংশ ভোট পড়লেই নির্বাচন হয়ে যাবে।’ 

সিইসি আরও বলেন, ‘কত শতাংশ পড়লে একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। গ্রহণযোগ্যতার কোনো সুস্পষ্ট মানদণ্ড নেই। কেউ বলবেন গ্রহণযোগ্য হয়েছে, কেউ বলবেন হয়নি। আপনারা দৃশ্যমান করে তোলার চেষ্টা করবেন। এতে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে। গণমাধ্যমে প্রকৃত চিত্র উঠে এলেই মানুষ প্রকৃত চিত্র বুঝতে পারবে।’ 

অন্য এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখের বেশি সদস্য ভোট গ্রহণের সময় ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত আছেন। বড় দল ভোটবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। শান্তিপূর্ণ হলে আমরা কিছু মনে করব না। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলবে, সেটা অপরাধ। এটাই আমাদের চ্যালেঞ্জ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত