ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বালিয়াচরা ও সোনাখোলা গ্রামবাসীর মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ,৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি, ১০টি টিয়ারশেল ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উত্তেজনা থামাতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে দুই গ্রামের মধ্যবর্তী একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর গত এক সপ্তাহে সোনাখোলা গ্রামের ছেলেদের হাতে হামলার শিকার হন বালিয়াচরা গ্রামের কলেজছাত্র আল-আমিন (২২) ও মিরহাজ শেখ (২২)। এর পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলতে থাকে। সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই গ্রামের কয়েকশত গ্রামবাসী ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এ সময় বালিয়াচরা গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মোল্লার বাড়িসহ আকাশ মুন্সী ও হান্নান শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বালিয়াচরা গ্রামের হাবুল মাতুব্বর ও গফফার শেখের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বালিয়াচরার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই এটিএম ফরহাদ নান্নু বলেন, ‘আমাদের বাড়িতে সোনাখোলার লোকজন এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার খোকন জমাদার বলেন, ‘সংঘর্ষের ঘটনা থেকে ওই এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেছে।’
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রামে থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।’
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বালিয়াচরা ও সোনাখোলা গ্রামবাসীর মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ,৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি, ১০টি টিয়ারশেল ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উত্তেজনা থামাতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে দুই গ্রামের মধ্যবর্তী একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর গত এক সপ্তাহে সোনাখোলা গ্রামের ছেলেদের হাতে হামলার শিকার হন বালিয়াচরা গ্রামের কলেজছাত্র আল-আমিন (২২) ও মিরহাজ শেখ (২২)। এর পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলতে থাকে। সর্বশেষ আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই গ্রামের কয়েকশত গ্রামবাসী ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এ সময় বালিয়াচরা গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মোল্লার বাড়িসহ আকাশ মুন্সী ও হান্নান শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বালিয়াচরা গ্রামের হাবুল মাতুব্বর ও গফফার শেখের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বালিয়াচরার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছোট ভাই এটিএম ফরহাদ নান্নু বলেন, ‘আমাদের বাড়িতে সোনাখোলার লোকজন এসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।’
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার খোকন জমাদার বলেন, ‘সংঘর্ষের ঘটনা থেকে ওই এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করেছে।’
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গ্রামে থানা-পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৮ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৭ মিনিট আগে