Ajker Patrika

ভৈরবে মশার কামড়ে অতিষ্ঠ পৌরবাসী, নিশ্চুপ পৌর কর্তৃপক্ষ  

প্রতিনিধি, ভৈরব
ভৈরবে মশার কামড়ে অতিষ্ঠ পৌরবাসী, নিশ্চুপ পৌর কর্তৃপক্ষ  

মশার কামড়ে অতিষ্ঠ ভৈরব পৌর এলাকার মানুষজন। মশা নিধনের কোন পদক্ষেপ না থাকায় ক্রমশ বেড়েই চলেছে মশার উপদ্রব। এতে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন পৌরবাসী। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মশার উপদ্রবের জন্য মূলত দায়ী পৌরসভার ভেতরে ময়লা-আবর্জনার স্তূপ। মশার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাসা-বাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না কেউ। 

ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের জন্য অন্তত ১২টি মশক নিধন মেশিন দরকার। কিন্তু সেখানে মশা নিধনের জন্য দু’টি ফগার মেশিন। পৌরসভার নালা নর্দমায় অপরিষ্কার পানি জমে থাকা, নিয়মিত পরিষ্কার না করা এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে মশা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন পৌরবাসী। এছাড়া পৌরসভার প্রায় সব এলাকায় মশার বিস্তার চরম আকার ধারণ করেছে বলে মনে করেন তারা।  

পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ার মাহমুদুল হাসান রিগান জানান, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে ও নালা-নর্দমাগুলোতে মশক নিধন স্প্রে না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। নিয়মিত মশা নিধনকারী ওষুধ প্রয়োগ করা হলে হয়তো পৌরবাসী এ দুর্ভোগ পোহাতে হতো না।

কয়েকজন শিক্ষার্থী জানান, এতো মশা যে কয়েল দিলেও কাজ হয় না। মশার গুণগুণ শব্দে এবং কামড়ে ভীষণ বিরক্ত লাগে। পড়াশুনাও ঠিকমতে করতে পারছি না। মশার বংশ বিস্তার রোধে ওষুধ ছিটানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষের ওষুধ ছিটানোর কোন খবর নেই।

পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দ্বীন ইসলাম বলেন, মশক নিধন ছিটানোর জন্য পৌরসভায় থেকে আমরা দুটি নতুন ফগার মেশিন অতিশীঘ্রই কেনা হবে। চারটি ফগার মেশিন দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হবে বলে আশ্বাস দেন তিনি। 

এ বিষয়ে নবনির্বাচিত পৌর মেয়র ইফতেখার হোসেন বেণু জানান, পৌরবাসীকে মশার কামর থেকে রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। পৌরসভার সব জায়গায় মশা নিধন করতে ওষুধ ছিটানো হবে। উন্নতমানের ওষুধ ক্রয় করতে নির্দিষ্ট বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অচিরেই কার্যক্রম শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত