রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় একটি স্কুলের ফ্যান চুরির অভিযোগে এক যুবককে নির্যাতনের পর তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার লোচনপুরা এলাকায় এমএফ আইডিয়েল হাই স্কুলে এ ঘটনা ঘটে। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বিকেলে বাড়িতে আনার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে নিহতের ভাই বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা করেন। মামলায় মোহাম্মদ আলী (৫০) লোচনপুর এলাকার মোতালিব মেম্বারের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত আল আমিন (৩৫) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের চাঁন মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, তাঁকে চুরির অপবাদ দিয়ে পুলিশে সোপর্দ না করে নির্যাতন করে হত্যা করেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল বুধবার ভোর রাতে লোচনপুর বাজার সংলগ্ন মো. ফায়েজউদ্দিন (এম. এফ) আইডিয়াল হাই স্কুলের একটি কক্ষে সিলিং ফ্যান চুরি করতে যান যুবক আল আমিন। স্কুলটির সিসিটিভি ক্যামেরা থাকায় ঘরে বসেই ওই ঘটনা ফোনে দেখতে পান প্রধান শিক্ষক এসএম বিপ্লব। পরে তিনি লোকজন নিয়ে তাঁকে আটক করেন।
সকালের দিকে উত্তেজিত লোকজন ওই যুবককে পিটুনি দিয়ে দুপুরে তাঁর স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়। বিকেলে আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন। বিকেলে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাতিজা সুজন মিয়া মোবাইল ফোনে আজকের পত্রিকে বলেন, ‘আল আমিন আগে থেকেই চুরি পেশায় জড়িত এবং চুরির টাকায় মাদক সেবন করতেন। পাঁচ বছর আগে দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করনেনি তিনি। দুই সন্তানকে নিয়েই ছিল তাঁর সংসার। গত রাতে লোচনপুরে একটি স্কুলে চুরি করতে গিয়ে ধরা পড়লে লোকজন গণপিটুনি দেয়। এতে আল আমিনের কোমরসহ সারা শরীরে আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনার পর মারা যান।’
নিহতের মা পরিস্কার বেগম বলেন, তাঁর ছেলেকে কয়েক দফা পা বেঁধে নির্যাতন করা হয়েছে। তাঁরা পরিকল্পিতভাবে ছেলেকে নির্মমভাবে হত্যা করেছেন। ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি।
নিহতের ভাই জিবন খান বলেন, ‘ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। রায়পুরা থানায় হত্যা মামলা হয়েছে। ভাই হত্যার বিচার চাই।’
উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে বাড়ি নিয়ে আসা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।
এ বিষয়ে জানতে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এমএফ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এসএম বিপ্লবের মোবাইল ফোনে একাধিক বার কল দিয়েও তা রিসিভ করেননি।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, চুরির ঘটনায় ওই যুবককে মারধর করা হয়। আহত যুবককে তার মায়ের জিম্মায় দিয়ে দেওয়ার পর মৃত্যু হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
নরসিংদীর রায়পুরায় একটি স্কুলের ফ্যান চুরির অভিযোগে এক যুবককে নির্যাতনের পর তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার লোচনপুরা এলাকায় এমএফ আইডিয়েল হাই স্কুলে এ ঘটনা ঘটে। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বিকেলে বাড়িতে আনার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে নিহতের ভাই বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা করেন। মামলায় মোহাম্মদ আলী (৫০) লোচনপুর এলাকার মোতালিব মেম্বারের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত আল আমিন (৩৫) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের চাঁন মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, তাঁকে চুরির অপবাদ দিয়ে পুলিশে সোপর্দ না করে নির্যাতন করে হত্যা করেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল বুধবার ভোর রাতে লোচনপুর বাজার সংলগ্ন মো. ফায়েজউদ্দিন (এম. এফ) আইডিয়াল হাই স্কুলের একটি কক্ষে সিলিং ফ্যান চুরি করতে যান যুবক আল আমিন। স্কুলটির সিসিটিভি ক্যামেরা থাকায় ঘরে বসেই ওই ঘটনা ফোনে দেখতে পান প্রধান শিক্ষক এসএম বিপ্লব। পরে তিনি লোকজন নিয়ে তাঁকে আটক করেন।
সকালের দিকে উত্তেজিত লোকজন ওই যুবককে পিটুনি দিয়ে দুপুরে তাঁর স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়। বিকেলে আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন। বিকেলে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাতিজা সুজন মিয়া মোবাইল ফোনে আজকের পত্রিকে বলেন, ‘আল আমিন আগে থেকেই চুরি পেশায় জড়িত এবং চুরির টাকায় মাদক সেবন করতেন। পাঁচ বছর আগে দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করনেনি তিনি। দুই সন্তানকে নিয়েই ছিল তাঁর সংসার। গত রাতে লোচনপুরে একটি স্কুলে চুরি করতে গিয়ে ধরা পড়লে লোকজন গণপিটুনি দেয়। এতে আল আমিনের কোমরসহ সারা শরীরে আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনার পর মারা যান।’
নিহতের মা পরিস্কার বেগম বলেন, তাঁর ছেলেকে কয়েক দফা পা বেঁধে নির্যাতন করা হয়েছে। তাঁরা পরিকল্পিতভাবে ছেলেকে নির্মমভাবে হত্যা করেছেন। ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি।
নিহতের ভাই জিবন খান বলেন, ‘ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। রায়পুরা থানায় হত্যা মামলা হয়েছে। ভাই হত্যার বিচার চাই।’
উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে বাড়ি নিয়ে আসা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।
এ বিষয়ে জানতে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এমএফ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এসএম বিপ্লবের মোবাইল ফোনে একাধিক বার কল দিয়েও তা রিসিভ করেননি।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, চুরির ঘটনায় ওই যুবককে মারধর করা হয়। আহত যুবককে তার মায়ের জিম্মায় দিয়ে দেওয়ার পর মৃত্যু হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৬ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৬ মিনিট আগে