অনলাইন ডেস্ক
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সকালে তিতুমীর কলেজে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে কলেজটির শিক্ষার্থীরা। গতকালও সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। যাত্রাবাহী একটি ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আজ সকাল থেকেই সার্বিক নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’সহ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বেলা সাড়ে ১০টার পর তারা ক্যাম্পাসে ভেতর থেকে চলে যায়। আমাদের কর্মসূচি সকালে স্থগিত রয়েছে। কারণ উপদেষ্টারা আজ মিটিং করবেন বিশ্ববিদ্যালয় করার বিষয় নিয়ে আলোচনার জন্য। মিটিংয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে তারা। আন্দোলনটি যখন নতুন করে জোরালো হচ্ছে, তখন বিভিন্ন মহল এটি বানচাল করার জন্য চেষ্টা করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক।
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের ভেতরে আজও জড়ো হয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে গতকালের পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার সকালে তিতুমীর কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সকালে তিতুমীর কলেজে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে কলেজটির শিক্ষার্থীরা। গতকালও সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। যাত্রাবাহী একটি ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আজ সকাল থেকেই সার্বিক নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিলে ক্যাম্পাসে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলে ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’সহ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নানা স্লোগান দিতে থাকে।
সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘সকাল থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু বেলা সাড়ে ১০টার পর তারা ক্যাম্পাসে ভেতর থেকে চলে যায়। আমাদের কর্মসূচি সকালে স্থগিত রয়েছে। কারণ উপদেষ্টারা আজ মিটিং করবেন বিশ্ববিদ্যালয় করার বিষয় নিয়ে আলোচনার জন্য। মিটিংয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছে তারা। আন্দোলনটি যখন নতুন করে জোরালো হচ্ছে, তখন বিভিন্ন মহল এটি বানচাল করার জন্য চেষ্টা করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবে বলেও জানান তারা।
এদিকে পুলিশ জানিয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসেই অবস্থান করুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে