নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি ওমর ফারুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কাউন্সিল ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম (আইটিইউসি) আয়োজিত এক মতবিনিময় সভায় আজ শনিবার তিনি এই দাবি জানান।
ওমর ফারুক বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হলে সুনির্দিষ্ট তালিকা করতে হবে। তারা যে টাকা বাইরে পরিশ্রম করে আয় করে, সেই পরিমাণ অর্থ তাদের দিয়ে শিক্ষাক্ষেত্রে পাঠাতে হবে। তাহলে, তারা শিশুশ্রম থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। সরকার চাইলেই দেশের ৪৭ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সম্ভব।’
বিইউএফজে সভাপতি বলেন, ‘আমরা পরিবহন খাতে কোনো শিশু শ্রমিক দেখতে চাই না। বর্তমান সময়ে এসেও পরিবহন খাতে বহু শিশু শ্রমিক দেখা যায়। বিশেষ করে লেগুনাগুলোতে। পরিবহন খাতকে শিশুশ্রম মুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। কোনো পরিবহনে হেল্পার ও ড্রাইভার হিসেবে যেন শিশু না থাকে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে মনোযোগী হতে হবে।’
নারী ও শিশু পাচার বিষয়ে ওমর ফারুক বলেন, ‘যে সকল চক্র নারী ও শিশু পাচারের সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। এসব বিষয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি না করলে শিশু ও নারী পাচার বন্ধ করা সম্ভব নয়।’
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪৭ লাখ শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। এই সেক্টরগুলো সুনির্দিষ্ট করতে হবে। শিশুশ্রম দূর করতে না পারলে এটা আমাদের জন্য অভিশাপ হিসেবে থেকে যাবে। তবে সকলের আন্তরিক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব।
সভাপতির বক্তব্যে আইটিইউসি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘কোন শিশুর উদ্ভাবন চিন্তা কেমন আমরা বলতে পারি না। তাদের মেধা বিকাশে যদি আমরা সাহায্য করি তাহলেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ থেকে শিশু শ্রম দূর হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার রাইট সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল হান্নান, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ।
শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি ওমর ফারুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কাউন্সিল ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম (আইটিইউসি) আয়োজিত এক মতবিনিময় সভায় আজ শনিবার তিনি এই দাবি জানান।
ওমর ফারুক বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হলে সুনির্দিষ্ট তালিকা করতে হবে। তারা যে টাকা বাইরে পরিশ্রম করে আয় করে, সেই পরিমাণ অর্থ তাদের দিয়ে শিক্ষাক্ষেত্রে পাঠাতে হবে। তাহলে, তারা শিশুশ্রম থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। সরকার চাইলেই দেশের ৪৭ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সম্ভব।’
বিইউএফজে সভাপতি বলেন, ‘আমরা পরিবহন খাতে কোনো শিশু শ্রমিক দেখতে চাই না। বর্তমান সময়ে এসেও পরিবহন খাতে বহু শিশু শ্রমিক দেখা যায়। বিশেষ করে লেগুনাগুলোতে। পরিবহন খাতকে শিশুশ্রম মুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। কোনো পরিবহনে হেল্পার ও ড্রাইভার হিসেবে যেন শিশু না থাকে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে মনোযোগী হতে হবে।’
নারী ও শিশু পাচার বিষয়ে ওমর ফারুক বলেন, ‘যে সকল চক্র নারী ও শিশু পাচারের সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। এসব বিষয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি না করলে শিশু ও নারী পাচার বন্ধ করা সম্ভব নয়।’
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪৭ লাখ শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। এই সেক্টরগুলো সুনির্দিষ্ট করতে হবে। শিশুশ্রম দূর করতে না পারলে এটা আমাদের জন্য অভিশাপ হিসেবে থেকে যাবে। তবে সকলের আন্তরিক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব।
সভাপতির বক্তব্যে আইটিইউসি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘কোন শিশুর উদ্ভাবন চিন্তা কেমন আমরা বলতে পারি না। তাদের মেধা বিকাশে যদি আমরা সাহায্য করি তাহলেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ থেকে শিশু শ্রম দূর হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার রাইট সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল হান্নান, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৩ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১০ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে