নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টসের উদ্দেশে আমদানি করা জিনসের কাপড়ভর্তি একটি কাভার্ড ভ্যান রওনা হয়। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ১০ জানুয়ারি প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে শিল্প পুলিশ কাপড় উদ্ধারে কাজ শুরু করে। অভিযানে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ীর মদিনা মার্কেট থেকে ১১২ রোল, নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকার গুলশান মার্কেট থেকে ২৩৬ রোল ফেব্রিক উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে শিল্প পুলিশ।
আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মূল হোতা হিসেবে আজহার নামে একজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিংচালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।’
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান জানান, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ায় রেডিয়েন্স গার্মেন্টসের উদ্দেশে আমদানি করা জিনসের কাপড়ভর্তি একটি কাভার্ড ভ্যান রওনা হয়। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ১০ জানুয়ারি প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে শিল্প পুলিশ কাপড় উদ্ধারে কাজ শুরু করে। অভিযানে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে মাসুম ওরফে বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের সুবাদে কোনাবাড়ীর মদিনা মার্কেট থেকে ১১২ রোল, নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকার গুলশান মার্কেট থেকে ২৩৬ রোল ফেব্রিক উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে শিল্প পুলিশ।
আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মূল হোতা হিসেবে আজহার নামে একজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিংচালক সাগরেরও সংশ্লিষ্টতার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
৮ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে