Ajker Patrika

শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪

মাদারীপুরের শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস হাইওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মো. রিয়াজুল ইসলাম নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত রিয়াজুল ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠী এলাকার আবদুস সালাম মিয়ার ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এই তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় নিহত অন্যরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ (৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা (২৬)। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় এক শিশুসহ অন্তত ১০ জনকে ফরিদপুর, ভাঙ্গা ও পাচ্চর এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকায় হানিফ পরিবহনের বরিশালগামী বাসটি অপর একটি বাসকে অতিক্রম করতে গেলে সামনে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস সড়কে পড়ে যায়। তাতে মহাসড়কে যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। গতকাল রাতে চতুর্থ জনের মৃত্যু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত