কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণা সভায় তিনি নূর মোহাম্মদের উদ্দেশে বলেন, ‘আর এক পাও আগাবেন না। হয় নৌকার পক্ষে থাকেন, না হয় কিশোরগঞ্জ-কটিয়াদী ছেড়ে ঢাকায় চলে যান। আর যদি একটা কথা নৌকার বিরুদ্ধে বলবেন তাহলে আপনার বাড়িও ঘেরাও করবে কটিয়াদী পাকুন্দিয়ার নেতা-কর্মীরা।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
কাহার আকন্দ বলেন, ‘বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ নৌকাকে ডুবাতে কাজ করছেন। এই নূর মোহাম্মদের বাবা আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। তিনি দলীয় নেতা-কর্মীদের বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ট্রাকের পক্ষে কাজ করতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। আইজিপি সাহেব আপনাকে আমি ভালো করে চিনি, আপনার আমার বাড়ি কাছাকাছি। আমাকেও ভালো করে চেনার কথা।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি আপনাকে সাবধান করতে চাই এবং তার চ্যালাপ্যালা যারা আছেন সাবধান হবেন, না হয় আরেকটি ১৯৭১ সৃষ্টি হবে।’
২১ মিনিট ৪৬ সেকেন্ডের বক্তব্যে কাহার আকন্দ অভিযোগ করে বলেন, ‘নেতা-কর্মীদের ডেকে নিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে। শারীরিক নির্যাতন করে নাই। তারা এসে আমার কাছে কান্নাকাটি করেছে। তাদের ডেকে নিয়ে অপমান করা হয়েছে। আজকে সব বিষয় পরিষ্কার হয়ে গেছে। এটার পেছনে কারা আছে এবং কারা এটা করছে।’
তিনি আরও বলেন, ‘আমাকে এনএসআইয়ের ডিরেক্টর ঢাকা থেকে টেলিফোন করেছে এবং জিজ্ঞেস করেছে—কী হয়েছে? আমি উনাকে বলেছি, আপনার লোক আমার কটিয়াদী-পাকুন্দিয়া এসে লোকজন ধরে নিয়ে গিয়ে ট্রাকের নির্বাচন করার কথা বলছে, ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ভয়ে অনেকেই আজ ঘরে বসে আছেন! উনি সেটা অস্বীকার করেছেন! আমি আরও বলেছি—এটার পেছনে বর্তমান এমপি নূর মোহাম্মদ জড়িত আছে। এই নূর মোহাম্মদ আমার লোকজন ডেকে নিয়ে টাকা নিয়ে ট্রাকের লোকজনকে টাকা দিচ্ছে। এর যথেষ্ট প্রমাণ রয়েছে।’
আব্দুল কাহার আকন্দ বলেন, ‘আমাদের সহ্যের একটা সীমানা আছে। আমাকে পাগল করে ফেলেছে। আজকে অমুককে ডেকে নিয়ে গিয়েছে, কালকে অমুককে ডেকে নিয়ে গিয়েছে। নিয়া তাদের হুমকি দিচ্ছে। তাদের বলা হচ্ছে, ট্রাকের নির্বাচন করো। আজকে এনএসআই আমাকে বলেছে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আপনারা প্রস্তুত থাকবেন, ট্রাক যেন কোনো ধরনের গোলমাল করতে না পারে।’
এ নির্বাচনী জনসভায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু নাসের ফারুক মোহাম্মদ সঞ্জু, পাকুন্দিয়া উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এ কে এম দেলোয়ার হোসেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আখন্দ প্রমুখ।
এ বিষয়ে কথা বলতে সাবেক আইজিপি ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
কিশোরগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণা সভায় তিনি নূর মোহাম্মদের উদ্দেশে বলেন, ‘আর এক পাও আগাবেন না। হয় নৌকার পক্ষে থাকেন, না হয় কিশোরগঞ্জ-কটিয়াদী ছেড়ে ঢাকায় চলে যান। আর যদি একটা কথা নৌকার বিরুদ্ধে বলবেন তাহলে আপনার বাড়িও ঘেরাও করবে কটিয়াদী পাকুন্দিয়ার নেতা-কর্মীরা।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
কাহার আকন্দ বলেন, ‘বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ নৌকাকে ডুবাতে কাজ করছেন। এই নূর মোহাম্মদের বাবা আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। তিনি দলীয় নেতা-কর্মীদের বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ট্রাকের পক্ষে কাজ করতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। আইজিপি সাহেব আপনাকে আমি ভালো করে চিনি, আপনার আমার বাড়ি কাছাকাছি। আমাকেও ভালো করে চেনার কথা।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি আপনাকে সাবধান করতে চাই এবং তার চ্যালাপ্যালা যারা আছেন সাবধান হবেন, না হয় আরেকটি ১৯৭১ সৃষ্টি হবে।’
২১ মিনিট ৪৬ সেকেন্ডের বক্তব্যে কাহার আকন্দ অভিযোগ করে বলেন, ‘নেতা-কর্মীদের ডেকে নিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে। শারীরিক নির্যাতন করে নাই। তারা এসে আমার কাছে কান্নাকাটি করেছে। তাদের ডেকে নিয়ে অপমান করা হয়েছে। আজকে সব বিষয় পরিষ্কার হয়ে গেছে। এটার পেছনে কারা আছে এবং কারা এটা করছে।’
তিনি আরও বলেন, ‘আমাকে এনএসআইয়ের ডিরেক্টর ঢাকা থেকে টেলিফোন করেছে এবং জিজ্ঞেস করেছে—কী হয়েছে? আমি উনাকে বলেছি, আপনার লোক আমার কটিয়াদী-পাকুন্দিয়া এসে লোকজন ধরে নিয়ে গিয়ে ট্রাকের নির্বাচন করার কথা বলছে, ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ভয়ে অনেকেই আজ ঘরে বসে আছেন! উনি সেটা অস্বীকার করেছেন! আমি আরও বলেছি—এটার পেছনে বর্তমান এমপি নূর মোহাম্মদ জড়িত আছে। এই নূর মোহাম্মদ আমার লোকজন ডেকে নিয়ে টাকা নিয়ে ট্রাকের লোকজনকে টাকা দিচ্ছে। এর যথেষ্ট প্রমাণ রয়েছে।’
আব্দুল কাহার আকন্দ বলেন, ‘আমাদের সহ্যের একটা সীমানা আছে। আমাকে পাগল করে ফেলেছে। আজকে অমুককে ডেকে নিয়ে গিয়েছে, কালকে অমুককে ডেকে নিয়ে গিয়েছে। নিয়া তাদের হুমকি দিচ্ছে। তাদের বলা হচ্ছে, ট্রাকের নির্বাচন করো। আজকে এনএসআই আমাকে বলেছে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আপনারা প্রস্তুত থাকবেন, ট্রাক যেন কোনো ধরনের গোলমাল করতে না পারে।’
এ নির্বাচনী জনসভায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু নাসের ফারুক মোহাম্মদ সঞ্জু, পাকুন্দিয়া উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এ কে এম দেলোয়ার হোসেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আখন্দ প্রমুখ।
এ বিষয়ে কথা বলতে সাবেক আইজিপি ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২১ মিনিট আগে